Sunday, March 17, 2019

হোমিও চিকিৎসকদের ৫ দফা দাবি



সুমন দত্ত: দেশের হোমিওপ্যাথিক চিকিৎসকরা সরকারের কাছে ৫ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে।

হোমিওপ্যাথি চিকিৎসার প্রসারে এ দাবি গুলো সময়োচিত বলে জানান তারা।

 শনিবার জাতীয় প্রেসক্লাবে স্বাস্থ্যমন্ত্রী বরাবর এই ৫ দফা দাবি পেশ করেন বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস ফাউন্ডেশন।

দাবি গুলো হচ্ছে
১. বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা আইন ২০১৮

২. উচ্চশিক্ষার জন্য হোমিওপ্যাথি বিশ্ববিদ্যালয়

৩. চিকিৎসক নিয়োগ

৪. ডি এইচ এম এস কোর্সের মান নির্ধারণ

৫. মাদক আইন প্রযোজ্য নয়।

এসব দাবির স্বপক্ষে যুক্তি দেন দেশের গণ্যমান্য হোমিও চিকিৎসকরা। এদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক সংগঠন ও ফেডারেশনের সভাপতি ডা. সাখাওয়াত ইসলাম ভূঁইয়া, ডা. আবদুল জলিল মণ্ডল তিনি বাংলাদেশ হোমিও মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ভাইস প্রিন্সিপাল, ডা. কামরুজ্জামান ভুইয়া, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির বাংলাদেশের সভাপতি,  ডা, আবদুর রাজ্জাক তালুকদার, ডা, রিয়াজউদ্দিন রাজু, মো: সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন ডা. মোহাম্মদ ওমর কাওছার।

বিশেষ প্রতিনিধি, ঢাকানিউজ২৪ডটকম

No comments:

Post a Comment