মোবাইল নিয়ে কেন এত চুলকানি
জাতির মন্ত্রী এমপি সচিবরা দেশ চালাতে চালাতে এতটাই গরীব হয়ে গেছে যে তাদের মোবাইল কেনার মত সামর্থ নাই। লোকজন শুধুই তাদের টাকার কুমির বলে বেড়ায়। আর এ নিয়ে এক শ্রেণির সাংবাদিকের শুরু হয়েছে চুলকানি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফাটিয়ে দিচ্ছে। প্রবাদ আছে হাতি যায় চোখে পড়ে না, মশার দিকে নজর।
কোটির টাকার শুল্ক মুক্ত গাড়ি, সংসদ ভবনে থাকার ফ্লাট, ফ্রি রেশন, কোটি টাকা থোক বরাদ্দ, উন্নয়ন প্রকল্পের হাজার কোটি টাকা। কতকিছু মন্ত্রী, এমপি, সচিবের হাত দিয়ে যায়। কিছু হাতে পড়ে। এই কিছুর হিসাব কি রাখে আমাদের মিডিয়া? ৭৫ হাজার টাকার মোবাইলের চুলকানি কেন এত বেশি।
যদি খবর নিতে যান, তবে ওই সব হিসাবের খবর নিন। যেসব প্রকল্প বাস্তবায়নের জন্য মন্ত্রী, আমলাদের হাজার কোটি টাকার বরাদ্দ অনুমোদন দিয়েছেন সরকার বাহাদুর। ৭৫ হাজার টাকার মোবাইলতো সেখানে নস্যি মাত্র।
ব্যাংকগুলো লুট হয়ে যাচ্ছে। সেই লুটের টাকা কার পকেটে তার খোঁজ নিন। শেয়ার কেলেঙ্কারির নায়কদের বিচার হয়নি। এ নিয়ে মামলার কি অবস্থা? তার বিষয়ে কিছু লিখুন। ডেসটিনি, ইউনিটুপেতে যারা বিনিয়োগ করেছে তারা কি টাকা ফেরত পাবে? কুশীলবদের জেলে পুড়ে রাখলেই কি সব ল্যাটা চুকে যায়?
বাজারে তিন চার হাজার টাকা দামের মোবাইলে যেসব ফিচার থাকে তার ব্যবহার কয় জনে জানে? ভালোর শেষ নাই। বর্তমান যুগে ৭৫ হাজার টাকার মোবাইলও কিছু না। তাই মোবাইল নিয়ে চুলকানি বন্ধ করুন।
No comments