Header Ads

Header ADS

বাস্তবের স্পাইডারম্যান মামুদু গাসামা (ভিডিও)




ছবির স্পাইডারম্যানকে আমরা সবাই দেখেছি। জানি সে কি করতে পারে। বাস্তবের স্পাইডারম্যান সম্পর্কে এবার ধারণা পেল পৃথিবীবাসী। ঘটনাটা ফ্রান্সের রাজধানী প্যারিস শহরের। মালি থেকে অভিবাসী হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ফিরছিল এক ২২ বছর বয়সী তরুণ। তার নাম মামুধু গাসামা। হঠাৎ সে দেখতে পেল ৪ বছর বয়সী এক ছোট শিশু পাঁচ তলার  বারান্দার কার্নিশে ঝুলছে। নিচে  পড়ে যাবার অবস্থা।

 এমন সময় প্রতিবেশী এক পরিবারের কর্তা ছেলেটিকে কোনো মতে অপর পাশের বারান্দা থেকে কোনো মতে ধরে রেখেছে যাতে সে কার্নিশ থেকে পড়ে না যায়। লোকজন রাস্তায় এই দৃশ্য দেখে জড়ো হয়ে গেছে। এমন সময় গাসামা নিজের জীবনের কথা পরোয়া না করে সোজা এক তলা দুই তলা বেয়ে উঠতে শুরু করে। এক মিনিটের কম সময়ে সে পাঁচ তলায় উঠে যায়। তারপর ছেলেটিকে এক জাটকায় কার্নিশ থেকে বারান্দায় নিয়ে আসে। সবাই অবাক হয়ে যায় তার এই দ্রুত বেয়ে ওঠার দৃশ্য দেখে। অনেকে এই দৃশ্য মুঠোফোনে রেকর্ড করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে তাই ভাইরাল হয়ে যায়। লক্ষাধিকবার ভিডিওটি দেখা হয়।



ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোন গাসামাকে তার প্রেসিডেন্সিয়াল প্রসাদে ডেকে নিয়ে ধন্যবাদ জানান।

 প্যারিসে মেয়র তার সঙ্গে সাক্ষাৎ করে। গাসামা তাকে জানান সে মালি থেকে এসেছে প্যারিসে ভবিষ্যৎ গড়তে। মেয়র জানান, প্যারিসবাসী অবশ্যই তাকে সাহায্য করবে। তার এই উপকারের কথা প্যারিসবাসী ভুলবে না। তার প্রশংসা করেন মেয়র। তিনি গাসামাকে ১৮তম স্পাইডারম্যান হিসেবে মন্তব্য করেন। 

ঘটনা গত শনিবারের। উদ্ধারকৃত  শিশুটির বাবা মা ওই সময় ঘরে ছিলেন না। শিশুটির বাবাকে পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। কেন শিশুটিকে এভাবে বাড়িতে একা রেখা যাওয়া হলো তা জানতে চাইছে পুলিশ। 



No comments

Theme images by wingmar. Powered by Blogger.