Header Ads

Header ADS

মাথায় জেগে উঠল মেসি!



বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে রাশিয়ায়। বিশ্বব্যাপী ফুটবল ফ্যানদের চলছে উন্মাদনা। প্রিয় দেশের পতাকা উড়িয়ে ও রাস্তায় পোস্টার ছাপিয়ে লোকজন  নিজেদের সমর্থন জানান দিচ্ছে। তেমনি এক নাপিত তার কাস্টোমারদের প্রিয় ফুটবল তারকার ছবি মাথার পেছনে একে দেবে, এমন প্রস্তাব দিয়েছে। বিনিময়ে তাকে দিতে হবে ১৫০ ইউরো (১৪ হাজার ৬শ ৪ টাকা)। সাধারণ চুল কাটতে তিনি নেন ৮ ইউরো (৭৭৮ টাকা)। 

 আর্জেন্টিনা তারকা ফুটবলার লিওনেল মেসি কিংবা পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালডো। যে কারো ছবি মাথার পেছনে চুলের ভাজে তিনি ফুটিয়ে তুলবেন। কাস্টোমার যেমন ছবি চাইবেন তাকে তেমন নকশাই তিনি একে দেবেন। গুণী এই নাপিতের নাম মারিও হাবালা। থাকেন সার্বিয়ায়। তার দেশও রাশিয়া বিশ্বকাপে খেলছে। কিন্তু তার দেশে রয়েছে প্রচুর মেসি ভক্ত। তাই তিনি মেসির ছবি একে দেবার ঘোষণা দিয়েছেন। অন্য ফ্যানরা যাতে মন খারাপ না করে সে জন্য অন্য দেশের তারকা ফুটবলারের কথাও তিনি সবাইকে জানিয়েছেন। 


হাবালা বলেন, মেসির একটি ছবি ফুটিয়ে তুলতে তার সময় লাগে ৫ থেকে ৭ ঘণ্টা। কাজটা খুব সহজ নয়।  প্রথমে তিনি রোনালডোর ছবি একেছিলেন। ওই কাজে ভালো সাড়া পাওয়া গিয়েছিল। লোকজন আমার কাজ দেখে অবাক হয়ে যায়। এরপর তিনি বহু ছবি এঁকেছেন। যার মধ্যে উত্তর কোরিয়া নেতা কি জং উনও আছে। খুড় ও রেজার দিয়েই তিনি পুরো ছবি মাথার পেছনে ফুটিয়ে তোলেন।   সূত্র: বিদেশি পত্রিকা 


No comments

Theme images by wingmar. Powered by Blogger.