Header Ads

Header ADS

বিশ্ব যোগ ব্যায়াম দিবস আজ



 স্বাস্থ্য সুরক্ষায় যোগ ব্যায়াম (ইয়োগা) একটি উপকারী মাধ্যম। ওষুধ ছাড়া স্বাস্থ্যকে ঠিক রাখতে যোগ ব্যায়ামের বিকল্প নেই। তাই ২১ জুন বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ ব্যায়ামকে দিবস হিসেবে পালন করার অনুরোধ করলে ২০১৪ সালের ডিসেম্বরে সংস্থাটি ২১ শে জুনকে আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস ঘোষণা করে। 

এ বছর ভারতের প্রধানমন্ত্রী দেরাদুনে যোগ ব্যায়াম দিবসের উদ্বোধন করেন। ৫০ হাজার লোক মাদুর বিছিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে যোগ ব্যায়ামের বিভিন্ন আসন করেন। একই দিনে এই যোগ ব্যায়াম দেরাদুন থেকে ডাবলিন, সাংহাই থেকে চিকাগো, জাকার্তা থেকে জোহানসবার্গ ঘটা করে পালন করা হচ্ছে। 

বাংলাদেশে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের উদ্যোগে যোগ ব্যায়ম দিবস পালন করা হয়।  

No comments

Theme images by wingmar. Powered by Blogger.