Header Ads

Header ADS

রেলে জন্মে পেয়ে গেল ২৫ বছরের ফ্রি যাতায়াতের সুযোগ



ফ্রান্সের এক শিশুর ভাগ্য এমনই জন্ম নিয়ে পেয়ে গেল রেলে চড়ার ফ্রি টিকিট। এই ফ্রি টিকিট কোনো সাধারণ ফ্রি টিকিট নয়। শিশুর ২৫তম জন্মদিন পর্যন্ত এই ফ্রি টিকিটের মেয়াদ বহাল থাকবে। অর্থাৎ ২৫ বছর বয়স পর্যন্ত এই শিশুর রেলে যাতায়াত ফ্রি। তার প্রতি রেল কর্তৃপক্ষের এই  সহানুভূতি বিনা কারণে নয়।

 শিশুর মা ছিলেন গর্ভবতী। হাসপাতালে যাবেন। এমন সময় গন্তব্যে পৌছাতে ১ ঘণ্টা দেরি করে প্যারিসের কমিউটার রেল। এদিকে প্রসব বেদনা শুরু হয়ে যায় ওই নারীর। রেলের যাত্রী ও কর্মচারীদের  সহায়তায় শিশুটির জন্ম হয়। এরপর নিকটস্থ হাসপাতালে নেয়া হয় মা ও ছেলেকে।

 তারা এখন সুস্থ আছে। রেলের বিলম্বের কারণে এমন ঘটনা ঘটায় রেল কর্তৃপক্ষ দু:খপ্রকাশ করে। পরে এক টুইট বার্তায় কর্তৃপক্ষ শিশুর জন্য রেল যাতায়াত ফ্রি করে দেবার ঘোষণা দেয়। প্যারিসে কাউন্সিলরও এ ঘটনায় ওই নারীকে ধন্যবাদ জানায় ও তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করে।

No comments

Theme images by wingmar. Powered by Blogger.