বাংলাদেশে ব্রাজিল সমর্থন পায় যেভাবে
৮০'র দশকে স্কুলের পাঠ্যবইতে পড়ানো হয় ফুটবলের রাজা কালো
মানিক। বিশাল এক বস্তাপচা নাম মুখস্থ করতেই করতেই বাংলাদেশে শিশু কিশোররা নাম শোনে
ব্রাজিল নামক এক ফুটবল টিমের। অথচ সেই সময় আরো বিখ্যাত ফুটবল প্লেয়ার ছিল। তাদের কারো
সম্পর্কে কিছু না বলে পেলের ব্রাজিলকে পরিচিত করার লক্ষ্য ছিল তৎকালীন বাংলাদেশের শিক্ষাবিদদের।
আর এতে সামরিক সরকারের কর্তা ব্যক্তিরা দেয় সায়। ঠিক সেই সময়ে ফুটবলের গড হিসেবে মানুষ
জানলো দিয়াগো আরমান্দো ম্যারাডোনার নাম। তার খেলা দেখে হাজারো ব্রাজিল সমর্থক রাতারাতি
আর্জেন্টিনা সমর্থকে পরিণত হলো।
ম্যারাডোনাকে বলা হয়
আধুনিক ফুটবলের জনক। আর পেলে হচ্ছে ফুটবলের প্রাচীন কালের জনক। তাই যারা গতিহীন ফুটবল
পছন্দ করতেন তাদের কাছে ওই কালো মানিক ভালো। আর যারা গতির ফুটবল দেখতে ভালোবাসেন তাদের
কাছে ম্যারাডোনা মহান। তার মতো ফুটবলার এখনো জন্ম হয়নি। ম্যারাডোনার মতো ফুটবল স্কিল
আজও কেউ দেখাতে পারেনি। তাই বিশ্বব্যাপী লাখো কোটি ভক্ত ম্যারাডোনা ও তার দেশ আর্জেন্টিনার।
বাংলাদেশে ব্রাজিল সমর্থক যেমন আছে তেমন আছে আর্জেন্টিনা সমর্থক। তবে সবচেয়ে বেশি আর্জেন্টিনা
সমর্থক। অন্যদেশগুলোর সমর্থক সংখ্যা বাড়লেও সেটি চোখে পড়ার মতো না।
এই লেখা যিনি লিখছেন তিনি ইতালি সমর্থক। বিশ্বকাপে এবার নেই
ইতালি তাই বলে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে আর্জেন্টিনার কথাটি বলা হলো। বাংলাদেশে পাঠ্যবইতে
ব্রাজিল ঢুকিয়েও হৃদয়ে রাজত্ব করছে ম্যারাডোনা ও আর্জেন্টিনা।
No comments