Header Ads

Header ADS

শাজাহান খানকে পদত্যাগ করতেই হবে



নিরাপদ সড়কের দাবি দেশের প্রতিটি মানুষের। আর এই দাবি পূরণ হচ্ছে না মাস্তান নৌমন্ত্রী শাজাহান খানের কারণে। মাদকাসক্ত ও অপ্রাপ্ত বয়সীদের গণহারের লাইসেন্স  দেবার কারণে সড়কে বেঘোরে প্রাণ হারাচ্ছে ছাত্র, শিক্ষক, গৃহিণী থেকে শুরু করে সব শ্রেণি পেশার মানুষ।এইমন্ত্রীর কারণে গণহারে সবাইকে লাইসেন্স দেয়া হয়। এটা  বিভিন্ন গণমাধ্যমে এর আগে প্রকাশ হয়েছে। একে যেতেই হবে। নিরাপদ সড়কের স্বার্থে একে যেতে হবে।

এই শাজাহান খানের প্রভাবে পরিবহণ সেক্টর নৈরাজ্য চলছে। একে অবিলম্বে পদত্যাগ করতে হবে। পাশাপাশি একে পরিবহণ নেতার পদ থেকেও পদত্যাগ করতে হবে। শিক্ষার্থী হত্যা কু মন্তব্যের জন্য তাকে জাতির কাছে করজোড়ে  ক্ষমা চাইতে হবে।

 এদেশে আন্দোলন ছাড়া কিছুই অর্জন হয় না। তাই যতক্ষণ না এই শাজাহান খানের পদত্যাগ হচ্ছে ততদিন আন্দোলন চালিয়ে যেতে হবে। শাজাহান খান থেকে গেলে এই মাদকাসক্ত চালকরা আবার গাড়ি চালানোর দায়িত্ব পাবে। রাজপথে নিরীহ মানুষের হত্যা হতে থাকবে। শাজাহানের পদত্যাগের বিকল্প নাই।

No comments

Theme images by wingmar. Powered by Blogger.