নামের পদবী পরিবর্তনে হলো না শ্রাদ্ধ!
মৃত্যুর পর হিন্দুরা করে ব্যক্তির শ্রাদ্ধ, মুসলিমরা করে চল্লিশা মিলাদ। তবে দুর্ভাগ্য নিবেদিতা ঘটকের। ২০ বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন মুসলিম যুবক ইমতিয়াজুর রহমানকে। তারই পরিনাম ভোগ করতে হলো মৃত্যুর পর।সাক্ষী রইলো তার পরিবার ও আত্মীয় স্বজন। হিন্দুরা করতে দেয়নি তার শ্রাদ্ধ।
বিয়েটা হয়েছিল বিশেষ বিবাহ আইন অনুসারে। এই আইন অনুসারে স্বামী স্ত্রী নিজ নিজ ধর্ম অক্ষুণ্ণ রেখে বিবাহ করতে পারে।
কিছুদিন আগে এই নারীর মৃত্যু হয়। একাধিক অঙ্গ নিষ্ক্রিয় হওয়ায় তিনি মারা যান। হিন্দু নিয়ম অনুসারে পরিবারের অন্য সদস্যদের উপস্থিতিতে তাকে দিল্লির নিগাম বৌদ্ধ ঘাটে দাহ করা হয়। নিয়ম অনুসারে তার শ্রাদ্ধ হওয়ার কথা।
সেই অনুসারে ওই নারীর স্বামী গত ১২ আগস্ট দিল্লির চিত্তরঞ্জন পার্কের কালী মন্দিরে শ্রাদ্ধ করার জন্য ঘর ভাড়া করেছিলেন। পরে মন্দির কর্তৃপক্ষ তা হঠাৎ বাতিল করে দেয়। কারণ হিসেবে উল্লেখ করে ওই নারী জীবিত অবস্থায় তার নামের পদবী পরিবর্তন করেছিলেন। যে কারণে তিনি আর হিন্দু নন। তিনি মুসলমান হয়ে গেছেন। তাই মুসলমানদের জন্য কোনো শ্রাদ্ধ হয় না। মন্দিরে সভাপতি অস্তিত্ব ভৌমিক এ কথা বলেন। এটা শুনে ওই নারীর পরিবার হতাশা প্রকাশ করেন।
No comments