Header Ads

Header ADS

ভোলানাথকে দেখতে গিয়ে কাটা পড়ল মাথা


কৈলাস মানস সরবোরে বাবা ভোলানাথকে দর্শন করতে গিয়ে মাথা কাটা পড়ল এক তীর্থ যাত্রীর। হতভাগ্য ওই তীর্থ যাত্রী মুম্বাইয়ের বাসিন্দা। নাম নগেন্দ্র কুমার কার্তিক মেহতা। বয়স ৪২ বছর। 

পুলিশ জানায়, কার্তিক হেলিকপ্টারের পিছনের ঘুরতে থাকা ব্লেডের (পাখার) কাছে দুর্ভাগ্যজনকভাবে চলে গিয়েছিল। তার মাথায় আঘাত লাগে। এতে ধর থেকে তার মাথা আলাদা হয়ে যায়।  নেপালে হিলশা অঞ্চলে এই ঘটনা ঘটে। 

এই দুর্ঘটনায় হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হয়েছে।এর যাত্রা এখন বন্ধ রয়েছে।  

প্রসঙ্গত, কৈলাস মানস সরবোর যেতে নেপালের সিমিকোট থেকে হিলশায় যেতে হয়। এই দূরত্ব অতিক্রম করতে হেলিকপ্টারের সাহায্য নিতে হয় তীর্থ যাত্রীদের। অন্য কোনো উপায়ে সেখানে যাওয়া যায় না। প্রতি বছর শতাধিক লোক এই পথে মানস সরবোরে যাতায়াত করে। 

মানস সরবোর তিব্বত অঞ্চলে অবস্থিত। এটি হিন্দু, বৌদ্ধ, জৈন দের পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত।   

No comments

Theme images by wingmar. Powered by Blogger.