Header Ads

Header ADS

কাদের সত্য বলছে বিজেপি, দেশবাসীকে না বাংলাদেশকে


ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের পর একটি প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে। সেটা আসামের নাগরিক পঞ্জি নিয়ে। বিজেপির নেতারা কাদের সত্য বলছেন? দেশবাসীকে বিজেপি নেতারা বলছেন আসামের অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা হবে। তাদেরকে ভারতে জায়গা দেয়া হবে না। 

অন্যদিকে বাংলাদেশের কর্তৃপক্ষকে বিজেপি নেতারা বলছেন আসামের নাগরিক পঞ্জি নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। বিজেপি নেতাদের এমন পরস্পরবিরোধী কথাবার্তা শুনে সবারই ধারণা কাদের সত্য বলছেন বিজেপি নেতারা?

 বাংলাদেশকে দেয়া কথা অনুসারে আসাম থেকে কোনো লোক ঠেলে পাঠানো হবে না। তাই বাংলাদেশের কোনো চিন্তা নাই। ওদিকে পশ্চিমবঙ্গে জনতার উদ্দেশ্যে বিজেপি নেতাদের বক্তব্য সত্য হলে আসাম থেকে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হবে। তখন বাংলাদেশের চিন্তার কারণ অবশ্যই। বাংলাদেশ কি প্রতিবেশী দেশের লোকজনের ডাম্পিং গ্রাউন্ড। যে কেউ বাংলাদেশে তাদের দেশের লোকজন দলে দলে ঠেলে পাঠাবে। 

 হিন্দু লাভার বিজেপির চরিত্র আরেকটু উন্মোচন করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সংবাদ সংস্থা এবিপির দেখানো ভিডিওর এক ভাষণে মমতা বলেন, আসামে ২৫ লাখ হিন্দু বাঙালীকে নাগরিক পঞ্জিতে বহিরাগত হিসেবে দেখানো হয়েছে, ১৩ লাখ বাঙালী মুসলমানকে ও ১ থেকে ২ লাখ অন্যান্য জাতিগোষ্ঠী অবৈধ দেখানো হয়েছে। 

এদিকে বিজেপি পুরো ভারতে প্রচার করে বেড়াচ্ছে হিন্দুরা ভারতে অনুপ্রবেশকারী নয়। এরা শরণার্থী। এদেরকে আইন করে ভারতের নাগরিকত্ব দেয়ার সুযোগ সৃষ্টি করা হবে। 

এখন প্রশ্ন হচ্ছে, যতদিন এই আইন না হবে, ততদিন তারা কোন স্ট্যাটাস পাবে? সেটা কিন্তু বিজেপি নেতারা মুখ ফুটে বলছে না। বাঙালী হিন্দুরা যে মুসলমানের সমান স্ট্যাটাসে রয়েছে সেটা তারা স্বীকার করতে চাচ্ছে না।

 বিজেপি হিন্দুত্ববাদ ও জাতীয়তাবাদ বিক্রির পতাকা নিয়ে পুরো ভারতে দোকান খুলে বসেছে। সেটা ভারতবাসী জেনে গেছে। আগামী লোকসভা নির্বাচনে বিজেপির মুখোশ খুলে যাবে। হিন্দুত্ববাদ নিয়ে বিজেপির ব্যবসা অচিরেই বন্ধ হয়ে যাবে। 

No comments

Theme images by wingmar. Powered by Blogger.