তথাকথিত সমাজকর্মী হিসেবে পরিচিত ৫ গ্রেফতার ব্যক্তিদের সম্পর্কে মুখ খুলেছে মহারাষ্ট্র রাজ্য পুলিশ। শুক্রবার তারা সংবাদ সম্মেলন করে। আটকরা নিষিদ্ধ সংগঠন মাওবাদীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলতেন। এসব ব্যক্তিরা মাওবাদীদের জন্য গ্রেনেড ও ভারী অস্ত্রশস্ত্র কেনার বন্দোবস্ত করেছিলেন। এ সংক্রান্ত দলিল দস্তাবেজ পুলিশের হাতে এসেছে। গ্রেফতারকৃতদের বাড়ি ঘরে অভিযান চালিয়ে এসব দলিলে পুলিশের হাত লাগে। খবর হিন্দুস্তান টাইমসের।
মহারাষ্ট্র রাজ্যের অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অব পুলিশ পরম বীর সিং বলেন, যাদেরকে আমরা গ্রেফতার করেছি তাদের সম্পর্কে নিশ্চিত হয়েছি আগে। তাদের সঙ্গে মাওবাদীদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তাদের এই যোগাযোগ আমরা প্রমাণ করতে পারব।
তিনি আরও বলেন, এসব ব্যক্তিরা মাওবাদীদের হয়ে মাঠ পর্যায়ে কাজ করে। আর এদের সাহায্য নিয়ে আত্মগোপনে থাকা মাওবাদীরা বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করেছিল। মাওবাদীদের সঙ্গে এসব ব্যক্তিরা কুরিয়ারের মাধ্যমে ও পাসওয়ার্ড প্রটেকটেড স্টোরেজ ডিভাইসের মাধ্যমে যোগাযোগ করত। তাদের এই যোগাযোগ থেকে আমরা রাশিয়ান গ্রেনেড লাঞ্চারে ক্যাটালগ ও ৪ লাখ রাউন্ড গোলাবারুদ কেনার তথ্য পাই।
প্রসঙ্গত, যাদের গ্রেফতার করা হয়েছে তারা কেউ আইনজীবী, সাংবাদিক, কবি ইত্যাদি পরিচয় দিয়ে চলতেন। তবে এরা পেশার আড়ালে চালাতেন এসব নিষিদ্ধ কর্মকাণ্ড। আটকরা হলেন, সুধা ভরদ্বাজ, বারাবারা রাও, গৌতম নাভালাকা, আরুন ফেরেইরা, ভারনন গনজালভেজ।
পূর্বের খবর পড়তে নিচের লিংকে ক্লিক করুন।
No comments:
Post a Comment