মোদী হত্যার পরিকল্পনা ফাঁস, মাওবাদীদের ওপর সার্জিক্যাল স্ট্রাইক
![]() |
এরা মোদী হত্যার পরিকল্পনাকারী হিসেবে গ্রেফতার |
ভারতের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার পরিকল্পনা করেছিল দেশটির চরমপন্থি গোষ্ঠী নকশাল (মাওবাদীরা)। রাজীব গান্ধিকে যেভাবে হত্যা করা হয়েছিল ঠিক তেমন ভাবে তাদের পরিকল্পনা ছিল। কিন্তু সবকিছু ফাঁস হয়ে যায়। গত জানুয়ারিতে হওয়া এক দাঙ্গার তদন্ত করতে গিয়ে পুলিশ ওই পরিকল্পনার কথা জানতে পারে। আর এরপরই ভারত জুড়ে শুরু হয় নকশাল সহানুভূতিশীল ব্যক্তিদের গ্রেফতার অভিযান।
প্রসঙ্গত, বছরের শুরুতে মহারাষ্ট্রে দলিত রাজনীতির নামে সহিংসতা হয়। এতে বেশ কয়েকজন নিহত হয়। ওই সহিংসতায় জিগনেষ মেভানি ও উমর খালিদের নাম উঠে আসে। কিছু রাজনৈতিক দল এদেরকে অর্থ সরবরাহ করেছিল। গণমাধ্যমে যেসব রাজনৈতিক দল তাদের হয়ে ওকালতি করে তারাই জিগনেষ ও উমর খালিদকে অর্থ ও আইনগত সহায়তা দেয়।
পুনে পুলিশ ৫ নকশাল সমর্থনকারীকে গ্রেফতার করেছে। এরা সকলেই শহরের বাসিন্দা। অভিজাত জীবনযাপন করে। এরা হচ্ছেন সুধীর ধাওলে, দিল্লি ভিত্তিক আন্দোলনকর্মী রোনা, নাগপুরের আইনজীবী সুরেন্দ্র, নাগপুরের অধ্যাপক সোমা সেন ও মহেশ রাউত।
এই মুহূর্তে এদের নেটওয়ার্ক ধরতে পুনে পুলিশ দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, গোয়া, রাঁচিতে বিশেষ অভিযান পরিচালনা করছে। যাদেরকে গ্রেফতার করা হয়েছে এরা সকলেই নিষিদ্ধ সংগঠন মাওবাদীদের প্রতি সহানুভূতিশীল এবং নরেন্দ্র মোদীকে হত্যার পরিকল্পনার সঙ্গে যুক্ত বলে পুলিশের দাবি। এদের বাড়ি থেকে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এদিকে ভারত বিরোধী লেখার জন্য মাওবাদী লেখক বারাবারা রাওকে হায়দ্রাবাদ থেকে বুধবার সকালে গ্রেফতার করে পুলিশ। এছাড়া পুলিশ জ্যেষ্ঠ সাংবাদিক কে বি কুরমানাথ ও ফটোগ্রাফার টি ক্রান্তির বাসভবনে তল্লাশি চালিয়েছে। এদেরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কুরমানাথ হলেন বারাবারা রাওয়ের মেয়ের জামাই।
এদিকে দিল্লি থেকে সাংবাদিক ও মানবাধিকার কর্মী গৌতম নাভালাকাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ওই সাংবাদিকের বাড়ি থেকে আপত্তিকর জিনিসপত্র পাওয়া গেছে।
মোদী হত্যা পরিকল্পনার অভিযোগে গ্রেফতার হয়েছেন সুধা ভরদ্বরাজ। তাকে বাসা থেকে গ্রেফতার করা হয়। সুধা ভরদ্বাজ মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত ছিলেন। মোদী হত্যার পরিকল্পনা ছাড়াও তার বিরুদ্ধে জানুয়ারির দাঙ্গা লাগানো ও তাতে উসকানির অভিযোগ রয়েছে।
No comments