Header Ads

Header ADS

শিক্ষার্থীদের আন্দোলন ছিনতাইয়ের পথে, শাজাহানের ইশারায় বাস বন্ধ, বিএনপির পরিবহণ মালিকরা কোথায়?


শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের ছিনতাইয়ের পথে স্বৈরাচার সরকার। শনিবার ধানমন্ডিতে স্কুল পড়ুয়াদের ওপর হামলায় সরকারের কদর্য রূপ সবার কাছে প্রকাশ হয়ে পড়ল। সরকার একদিকে শিক্ষার্থীদের ঘরে ফিরে যেতে বলছে অন্যদিকে মাস্তান মন্ত্রী শাজাহান খানকে দিয়ে পরিবহণ সেবা বন্ধ করে দিয়েছে। নিরাপত্তার নামে মিথ্যা অজুহাত দাড় করিয়ে সরকার দেশবাসীকে জিম্মি করেছে। 

এদিকে সরকারের কেনা মিডিয়ার দালাল সাংবাদিকরা এসব দেখেও না দেখার ভান করছে। তারা শিক্ষার্থীদের যতটা ঘরে ফেরার পরামর্শ দিচ্ছে ততটা পরিবহণ নেতাদের দিচ্ছে না। তাদের কাছে জানতে চাইছে না কেন তারা কার ইশারায় বাস রাস্তায় নামাচ্ছে না। বৈধ লাইসেন্সের বাস গেল কোথায়?

 অতীতে বিএনপির ডাকা হরতালে যে পরিবহণ মালিকরা রাজধানীতে বাস নামায়, চিন্তা করে না ক্ষতির। শ্রমিক নেয় জীবনের ঝুঁকি, সেই তারা এখন স্কুলের ছেলে মেয়েদের ভয়ে বাস নামাতে চাচ্ছে না।হাস্যকর। অথচ স্কুলের ছেলে মেয়েরা করছে শান্তিপূর্ণ আন্দোলন। অন্যদিকে সরকার বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে আন্দোলনকে ভিন্ন খানে প্রবাহিত করার চেষ্টা করছে। অথচ বিএনপি সরকারকেই সাহায্য করছে। বিএনপির পরিবহন মালিকরা ওই মাস্তান শাজাহান খানের ডাকে শরিক হয়ে বাস নামাচ্ছে না। কোথায় বিএনপির হানিফ পরিবহন, কোথায় বিএনপির ডিপজলের সিলাবার লাইন, কোথায় ভারতের শ্যামলী পরিবহণ । সবাই শাজাহান খানকে সমর্থন দিচ্ছে আড়ালে থেকে। 

এদিকে  হারামী পরিবহন মালিকদের প্রশ্ন করলে তারা পরিবেশের দোহাই দেয়। তারা কোন পরিবেশের কথা বলছে, সেটা ভেঙ্গে বলছে না। তারা চাইছে তাদেরকে দিতে হবে লোকজনকে পিষে মারার পরিবেশ। তারা চাইছে দায়মুক্তির পরিবেশ।গাড়ি চাপা দিয়ে লোকজনকে হত্যা করে বহাল তবিয়তে থাকতে পারে, এমন পরিবেশই তারা বহাল রাখতে চাইছে। 

আন্দোলনকারী শিক্ষার্থীদের বলব তোমরা রাস্তায় যেটা করছ সেটা করে যাও। তোমাদেরকে বিভিন্ন গোষ্ঠী নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইবে। তোমরা যে লক্ষ্য নিয়ে এগিয়েছে সেটা পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না। এই সরকার হচ্ছে একটা ভাঁওতাবাজ সরকার। এরা ব্যাংক লুটপাট কারী, শেয়ার বাজার লুটপাট কারী, মাদক ব্যবসায়ীদের প্রশ্রয়দাতা, রিজার্ভ চোর, স্বর্ণ চোর। এদেরকে কেউ বিশ্বাস করে না। শয়তান শাজাহান খানের দোসর এই সরকার। এ কারণে তারা শাজাহান খানের হয়ে তাদের সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদেরকে দিয়ে জাতির কাছে ক্ষমা চাওয়ায়। শাজাহান খানের পদত্যাগ ছাড়া রাজপথ ছাড়বে না ছাত্ররা।  

No comments

Theme images by wingmar. Powered by Blogger.