Header Ads

Header ADS

হায়দ্রাবাদে জোড়া বিস্ফোরণ মামলায় ২ জঙ্গির মৃত্যুদণ্ড


ভারতের হায়দ্রাবাদে জোড়া বিস্ফোরণের অভিযোগে দোষী সাব্যস্ত ২ জঙ্গির মৃত্যুদণ্ডের রায় দিয়েছে দেশটির বিশেষ আদালত। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, মহম্মদ আকবর ইসমাইল চৌধুরী ও অনিক শফিক সাঈদ। 

এদের আশ্রয় ও ঘটনায় বিভিন্নভাবে সহায়তা করায় মহম্মদ তারিক আনজুমকে যাবজ্জীবন কারাদণ্ড হয়। অপর  দিকে ঘটনার সঙ্গে জড়িত নয় বলে মহম্মদ সাদিক ইসরার ও ফারুক শরিফুদ্দিনকে তার্কাশকে বেকসুর খালাস পান। সোমবার রাষ্ট্রপক্ষের আইনজীবী কে সুরিন্দর গণমাধ্যমে এসব কথা বলেন। খবর হিন্দুস্তান টাইমসের। 

 ২০০৭ সালের আগস্ট মাসে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪৪ নিহত ও শতাধিক লোক আহত হয়। মৃত্যুদণ্ড প্রাপ্তরা ইন্ডিয়ান মুজাহিদিন সংগঠনের সদস্য। 

হায়দ্রাবাদের কোটি এলাকার গোকুল ঘাট ও লুম্বিনি পার্কে এই জোড়া বিস্ফোরণ হয়। এতে গোকুল ঘাটে ৩৪ জন ও লুম্বিনি পার্কে ১০ জন নিহত হয়। 

১১ বছর ধরে চলা এই মামলায় ১৭০ জন সাক্ষ্য দেয়। সাজা প্রাপ্তরা উচ্চ আদালতে আপীলের সুযোগ পাবেন। 

এদিকে বিচার প্রত্যাশীরা দ্রুত অপরাধীদের আপীল নিষ্পত্তি করে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানায়। 

No comments

Theme images by wingmar. Powered by Blogger.