রাম মন্দির বাবরই ভেঙ্গে ছিল: বাবরের বংশধর
ইয়াকুব চিঠি দিচ্ছে চক্রপানিকে |
ভারতে অবস্থিত ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস নিয়ে যারা কুমিরের কান্না কাঁদেন ও একে নিয়ে রাজনীতি করেন, তাদের জন্য দু:সংবাদ। রাম মন্দির ভেঙ্গেই বাবরি মসজিদ করা হয়েছিল। এ কথা এবার স্বীকার করে নিল খোদ বাবরের ষষ্ঠ বংশধর ইয়াকুব হাবিবুদ্দিন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এক চিঠিতে ইয়াকুব হাবিবুদ্দিন টুসি বাবরি মসজিদ রাম মন্দির ভেঙে করা হয়েছিল এ কথা স্বীকার করেন। সেই চিঠি তিনি হিন্দু মহাসভার সভাপতি সোয়ামী চক্রপাণিকে দেন। রীতিমত সংবাদ সম্মেলন করে তিনি এই চিঠি চক্রপাণিকে হস্তান্তর করেন।
চিঠিতে ইয়াকুব বলেন, ১৫২৮ সালে তার পূর্ব পুরুষ বাবরের কমান্ডার মির বাকী রাম মন্দির ধ্বংস করেন। এজন্য তিনি তার পূর্ব পুরুষের পক্ষে রাম ভক্ত ও হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চান। পাশাপাশি তিনি বলেন এই মন্দির ধ্বংসের খবর শুনে বাবর অনুতপ্ত ছিল। তিনি একে কলঙ্ক হিসেবে দেখেছেন। এরপর বাবর সকল হিন্দু পুরোহিত ও ধর্মীয় স্থাপনা রক্ষার নির্দেশ দেন। এবং হিন্দু সাধু সন্তদের সম্মান করতে বলেন।
ইয়াকুব বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের রাজনীতি করতে নিষেধ করেন। যারা এ মসজিদ নিয়ে মামলা করেছেন তাদেরকে তা প্রত্যাহার করার পরামর্শ দেন। পাশাপাশি রাম মন্দির নির্মাণে মুসলমানদের সহায়তা করার অনুরোধ করেন।
প্রসঙ্গত, বাবরি মসজিদের স্থাপনার নিচে মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। তারপরও অনেকে এটা মানতে রাজি নয়।
No comments