৩৫ লাখের ফুলের তোড়া বানিয়ে আইন ভাঙ্গলও প্রেমিক
প্রেম আর ভালোবাসার জন্য মানুষ কত কিছুই না করে। প্রেমিকার মন পাওয়ার জন্য প্রেমিক কুলের পাগলামির আর শেষ নাই। অনেক সময় খেয়াল থাকে না এই পাগলামি দুর্ভোগও বয়ে আনতে পারে।
চীনের এক প্রেমিক তার প্রেমিকার জন্য টাকার গিফট এনেছে। তবে সেটা অন্যভাবে। প্রেমিকার জন্মদিন ছিল গত ১৫ মে। দিনটি স্মরণীয় করে রাখতে প্রেমিক একটি ফুলের তোড়া উপহার হিসেবে চোংগিং হোটেলে আনে। ফুলের তোড়াটি তৈরি করা হয় চীনের মুদ্রা দিয়ে।
৩ লাখ ৩০ হাজার ইউয়ান ভারতীয় রুপিতে ৩৫ লাখ ৭০ হাজার রুপিতে দিয়ে এই ফুলের তোড়া বানানো হয়। ফুলের দোকানের আট জন কর্মচারী ১০ ঘণ্টায় চীনের ব্যাংক নোট দিয়ে এই ফুলের তোড়া নির্মাণ শেষ করে।
আর ব্যাংক নোটের এমন অপব্যবহারের জন্য চীনের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ এনেছে। প্রেমিক চীনের মুদ্রার ক্ষতি করেছেন। প্রেমিকের ভাগ্যে কি হয়েছে তা জানা যায়নি। তবে প্রেমিকা যে খুশি হয়েছেন উপহার পেয়ে সেটা নিশ্চিত।
No comments