হ্যান্ডসাম বলায় বরখাস্ত নারী সাংবাদিক
কর্মস্থলে নানা কারণে চাকরি চলে যেতে পারে। তবে এমন কারণে চাকরি যেতে পারে তা জানা ছিল না কারো। কুয়েতে এক সংবাদকর্মীর চাকরি গেছে তার সহকর্মীকে হ্যান্ডসাম বলার কারণে। সরাসরি লাইভ অনুষ্ঠানে টিভিও অ্যাংকর প্রতিবেদক নোয়াফ আল-শিরাকিকে হ্যান্ডসাম বলেন।
আর এই দৃশ্য চোখেপড়ে দেশটির এক আইন প্রণেতার । এ নিয়ে তিনি টুইট করেন। পরে পার্লামেন্টে ওই নারী সংবাদ কর্মীদের বিরুদ্ধে যৌন আক্রমণের অভিযোগ আনেন। আর এতেই কুয়েতের রাষ্ট্রীয় গণমাধ্যম কুয়েত টিভি থেকে চাকরি চলে যায় বাসিমা আল-সাম্মার নামের ওই সংবাদকর্মীর। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
এদিকে নোয়াফ আল-শিরাকি বলেন, তাকে বাসিমা কি বলেছে সেটা তিনি শোনেননি। ওই সময় তিনি মাইক ঠিক করতে ব্যস্ত ছিলেন। পুরো ঘটনাটা সেদিন ভাইরাল হয়ে গিয়েছিল।
আসলে বাসিমা বলতে চেয়েছিল তার প্রতিবেদক নোয়াফকে যে, তিনি ঠিক আছেন, তাকে ভালো দেখাচ্ছে, তিনি বলা শুরু করতে পারেন। যেটি তিনি হরহামেশা অফ লাইনে সব সময় বলে থাকেন। আর সেদিন এটাই তার চাকরির জন্য কাল হয়ে দাঁড়ায়। বাসিমা তার সাফাইতে একথা বলেন।
No comments