আমেরিকার বানান প্রতিযোগিতা জিতল ভারতীয় বংশোদ্ভূত কার্তিক
বাংলার কবি মাইকেল মধুসূদন দত্ত হতে চেয়েছিলেন ইংরেজদের সেরা কবি। ইংরেজরা তাকে মেনে নিলেন না ভারতীয় হবার কারণে। আজ তিনি বেঁচে থাকলে হয়ত বলতেন ইংরেজদের জাত অভিমান ভেঙ্গে আমেরিকায় ইংরেজি বানান চ্যাম্পিয়ন হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা। কোথায় গেল ব্রিটিশদের অহংকার। তারা কেন প্রায় বছরই মার খাচ্ছে প্রতিযোগিতায় অংশ নেয়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিযোগীদের হাতে। তাদের কেউ কি পারবে আমাদের মত কীর্তি করতে।
বৃহস্পতিবার আমেরিকায় বানান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো কার্তিক নিমানি। সে মাইক কিনে টেক্সাস স্কুলের ছাত্র। আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫১৫ প্রতিযোগীকে হারিয়ে তিনি এই খেতাব জিতেন। খেলাধুলার চ্যানেল ইএসপিএন বানান প্রতিযোগিতা সরাসরি মেরিল্যান্ডের গেলর্ড ন্যাশনাল রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টার থেকে সম্প্রচার করা হয়। প্রতিযোগীদের বয়স ছিল ৮ থেকে ১৪ বছরের মধ্যে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ১৬ জন উত্তীর্ণ হয়। এদের সবার বয়স ১১ থেকে ১৪ বছর। একজন কানাডা থেকে অংশ নিয়েছিল। পুরস্কার হিসেবে পেলেন ৪০ হাজার ডলারের চেক।
No comments