বলিউডে ফ্লপ হয়ে টিভিতে হিট যারা
ব্যর্থতা সফলতার চাবিকাঠি। এটা মনে রাখতে হবে তাদেরই যারা চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত। বড় পর্দায় যারা অভিনয়ের সুযোগ পেয়ে ব্যর্থ হয়েছেন তাদের জন্য হতে পারে এরা দৃষ্টান্ত। এরা হচ্ছেন বলিউডের সেই সব অভিনেতা যারা বলি পাড়ায় কাজ করার সুযোগ পেয়ে ব্যর্থ হন কিন্তু টিভি পর্দায় জনপ্রিয় হয়ে সেই ব্যর্থতাকে ঢেকে দেন। তাদের নিয়েই আজকের এই লেখা।
অপূর্ব অগ্নিহোত্রি
অপূর্ব অগ্নিহোত্রি 'পারদেশ' ছবি দিয়ে যাত্রা শুরু। ফ্লপ হয় তার ছবি। কয়েক বছর ভাবেন কি করবেন। প্রবেশ করেন টিভি জগতে। সেখানে জাসি জ্যাসি কই নেহি, বিদাই, রাধা কি বেতিয়ান কুচ কার দিখাইগি। এসব সিরিয়াল তাকে টিভি তারকাতে পরিণত করে।
নকুল মেহতা বহু আশা নিয়ে ২০০৮ সালে বলিউডে পা রাখেন। প্রথম সিনেমা হালে-এ-দিল। আশা জাগাতে পারেনি তার এই সিনেমা। ঢুকে গেলেন টিভি সিরিয়ালে। পেয়ার কা দারদ হ্যায় মিঠা মিঠা পেয়ারা পেয়ারা বিপরীতে ছিলেন দিশা পারমার। দর্শকরা তাকে হৃদয়ে জায়গা দিলেন। বর্তমানে তিনি ইসকবাদ নামের একটি শো তে কাজ করছেন।
বেশ কয়েকটি সিনেমাতে কাজ করেন ইকবাল খান। কুচ দিল হ্যায় কেয়না, ফানটুস, বুলেট করে বাজার পেলেন না তিনি। দুটো ছবি পুরো ফ্লপ। কপাল খুলে দিল টিভি। ক্যায়সা ইয়ে পেয়ার হ্যায় সিরিয়ালে অভিনয় করে লক্ষাধিক দর্শকের হৃদয়ে স্থান পেলেন। এরপর কাহি তো হোগা,কাবায়ানজলি, ওয়ারিশকে কাজ কার ডাক পান। ইকবাল বলেন, আমি অভিনয়ের প্রস্তাব পেলে ছেড়ে দেই না। কাজ তো কাজই। আমার এই ভাবনাই আজ আমাকে এখানে এনেছে।
তুম বিন সিনেমার নায়ক ছিলেন রাকেশ বাপাত। তার ছবি হিট হলেও সেটা ধরে রাখতে পারেনি দর্শকের মন। সিদ্ধান্ত নিলেন টিভিতে কাজ করার। সাত ফেরে, সালোনি কা সাফার এসব শো তাকে জনপ্রিয়তা এনে দেয়। বর্তমানে তিনি তু আশিকি , মারিয়াদা ও কবুল হ্যায়তে কাজ করছেন।
শেখর সুমনকে কে না চেনে। তিনি যে এক সময় বলিউড সিনেমায় কাজ করতেন। সেটা হয়ত অনেকেই জানেন না। সনি টিভি চ্যানেলে মুভারস এন্ড শেখারস করে তিনি রাতারাতি তারকা বনে যান। হাসির কয়েকটি শোতে কাজ করেন তিনি। দেখ ভাই দেখ, হেরা ফেরিতে কাজ করে জনপ্রিয়তা পান।
বাতসাল ছোট বেলাথেকে অভিনয় করতেন। জাস্ট মোহাবাতে ছবিতে তাকে শিশু শিল্পীহিসেবে দেখা যায়। বলিউডে তিনি টারজান ছবিতে অভিনয় করেন। ছবি ফ্লপ। টিবিতে ইক হাসিনা ঠি সিরিয়ালে কাজ করে জনপ্রিয় হন দর্শকদের কাছে।
রনিত রায় টিভি সিরিয়ালে একটি পরিচিক মুখ। কিন্তু তিনি এক সময় সিনেমায় অভিনয় করতেন। এখনো মাঝে মধ্যে করেন। বলিউড সিনেমা জান তেরে নামে অভিনয় করেছেন। কয়েকটি সিনেমা ফ্লপ হওয়ায় তিনি টিভিতে কাজ করা শুরু করেন। কিয়কি সাস ভি কাভি বাহু থি, কাসৌটি জিন্দিগি কি । এসব সিরিয়াল তাকে তারকা বানায়।
আশিশ চৌধুরিকে প্রায় সময়ই বলিউড সিনেমায় দেখা যায়। তিনি যে ব্যর্থ তেমনটা বলা যায় না। তবে বলিউডে পা জমাতে পারেননি। ডিটেকটিভ দেব নামের সিরিয়াল টিভি পর্দায় তাকে জনপ্রিয়তা পাইয়ে দেয়। এরপর থেকে সিনেমায় অভিয়নয় করা কমিয়ে দেন তিনি।
কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের ভাইয়ের ছেলে হচ্ছে আইয়ুব খান। বলিউডে সালামি ও সালমা পে ডিল আগায়া সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাগুলো ফ্লপ হয়েছে। এরপ নাম লেখান টিভি সিরিয়াল উত্তরন ও শক্তি-অস্তিত্ব কি এহসাস কি। আর জয় করেন টিভি দর্শকদের মন।
ইলু ইলু বয় হিসেবে পরিচয় ছিল বিবেক মুসরান। বলিউডে কয়েকটি ফ্লপ সিনেমা করে পর্দার আড়ালে চলে যান।এরপের সবাই তাকে টিভির সন পরি সিরিয়ালে দেখে। পরবারিশ, নিশা অর উসকি কাজিন সিরিয়ালে অভিনয় করে হারানো গৌরব ফিরে পান।
No comments