Header Ads

Header ADS

উরুগুয়ে,মরক্কো ও পুর্তগাল জিততে পারে আজকের ম্যাচ



রাশিয়া বিশ্বকাপে আজ শুক্রবার রয়েছে দুটি গ্রুপের তিনটি খেলা। কারা জিতবে বলে আপনার কাছে মনে হয়।এ নিয়ে ফুটবল বোদ্ধাদের রয়েছে নানা মত। ১৫ জুন এ গ্রুপে মুখোমুখি হচ্ছে মিশর বনাম উরুগুয়ে। মিশরের সালাহকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলো সরগরম। তারকা ফুটবলার বলে কথা।

 উরুগুয়েতে সালাহ চাইতে ভালো তারকা ফুটবলার রয়েছে। যার নাম সুয়ারেজ। মিশরের ডিফেন্সকে আতঙ্কে রাখতে এক সুয়ারেজই যথেষ্ট। তাই আজ সালাহ করবে ফ্লপ আর সুয়ারেজ হিট করে উরুগুয়েকে জিতিয়ে দেবে। 

অন্যদিকে গ্রুপ বি তে মুখোমুখি হচ্ছে মরক্কো ও ইরান। যে কেউ জিততে পারে। তবে মরক্কোই শেষ হাসি হাসবে। আজকের এই ম্যাচে। গ্রুপ সি তে হচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ। পুর্তগাল বনাম স্পেন। পুর্তগাল এই ম্যাচ জিতবে বলে মনে হচ্ছে। স্পেনের কোনো তারকা খেলোয়াড় নেই। ইনজুরিতে আছে একাধিক তারকা। তাই আন্ডারডগ স্পেনের জয়ের তেমন সম্ভাবনা নেই। 

No comments

Theme images by wingmar. Powered by Blogger.