মরক্কো ও ইরানের খেলাটি কি পাতানো?
মরক্কো-ইরানের খেলাটি কি পাতানো ছিল। ফিফার পাতানো খেলার আয়োজন দীর্ঘদিনের অভ্যাস। রাষ্ট্রনায়কদের খুশী করতে ফিফা পাতানো খেলার আয়োজন করত।
১৯৭৮ সালের আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে এমন গল্প শোনা যায় ফুটবল ইতিহাসবিদদের মধ্যে। তবে শুক্রবার মরক্কো-ইরানের খেলাটি দেখে মনে হয়েছে এটি ছিল একটি পাতানো খেলা। শেষ মিনিটে মরক্কোর এক খেলোয়াড়ের আত্মঘাতী গোলে হেরে যায় দেশটি।
রিপ্লে দেখে বার বার মনে হয়েছে গোলটি নিজেদের জালে জড়ানোর জন্যই অমন প্রচেষ্টা ছিল ২০ নম্বর জার্সিধারী আজিজ বউহাদ্দুজের। তা না হলে বলটি ছেড়ে দিলে ইরানের কোনো খেলোয়াড়ের পা ছোঁয়ার কোনো সম্ভাবনা ছিল না।
এসব করেও ইরান কিংবা মরক্কো দ্বিতীয় রাউন্ডে উঠবে কিনা সন্দেহ। কারণ পর্তুগালে ও স্পেনের মত ফুটবল শক্তির কোনো একটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠার কোনো সম্ভাবনা নেই এই দুটি দলের।
No comments