Header Ads

Header ADS

নিশ্চিত মৃত্যু থেকে বান্ধবীকে বাঁচালো দুই বন্ধু



মানুষ মানুষের জন্য, তেমনি বন্ধু বন্ধুর জন্য। বিপদে বন্ধুকে ছেড়ে যারা যায় না তারাই প্রকৃত বন্ধু। এমনই এক ঘটনার জন্ম দিল গায়ানার দুই ছেলে কেভিন রডরিগেজ ও নিকেল। তাদের এই বন্ধুত্ব পেল বান্ধবী লিজি। জীপ নিয়ে গায়ানার এক প্রত্যন্ত জঙ্গলে যায় শিকারে দুই বন্ধু ও তাদের বান্ধবী। রাতে নৌকায় সাপে কাটে লিজি (১৯) কে। তারা সাপটিকে দেখতে পায়। লাবারিয়া প্রজাতির সাপ ছিল সেটি। কামড়ে নিশ্চিত মৃত্যু। কেভিন ও নিকেল লিজির ক্ষত স্থলে কেটে সেখানে ম্যাসেজ করে কিছুটা বিষ বের করে নেয়। এতে লিজি কিছুটা সময় পায় বাঁচার। 

এরপর গাড়িতে করে দ্রুত এক ঘণ্টার মধ্যে লিজিকে নিকটস্থ মাবুরা হিলের এক হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানকার প্রহরীরা হাসপাতালের নার্সদের জাগাতে রাজি নয় বলে জানায়। জঙ্গলের মধ্য দিয়ে ৫ ঘণ্টা গাড়ি চালিয়ে তারা চলে যায় লিনডেন শহরের  এক হাসপাতালে। দুর্ভাগ্য সেখানেও। চিকিৎসক আছে তবে সঠিক এন্টি ভেনাম নেই। অর্থাৎ যে সাপে কেটেছে তার বিষ বিরোধী ইনজেকশন নেই। এদিকে লিজি মরে মরে অবস্থা। এরপর তারা গাড়ি নিয়ে সোজা চলে গেল জর্জটাউন শহরে। দ্রুত গাড়ি চালানোর জন্য রাস্তায় পুলিশ আটকায়। জরিমানা করে তাদের গাড়িকে। সে সবে তাদের খেয়াল নেই। 

পুলিশকে বোঝানোর পরও কিছু সময় পুলিশ তাদের নষ্ট করে। জর্জটাউন হাসপাতালের চিকিৎসকরা লিজিকে অ্যান্টি ভেনাম প্রয়োগ করে সুস্থ করে তোলে। চিকিৎসকরা বলেছে, ক্ষতস্থান থেকে দ্রুত বিষ সরানোর ফলে ও সেখানকার মাংস কেটে ফেলার কারণে তাকে এই যাত্রায় বাঁচানো গেছে। তা না হলে লিজির ছিল নিশ্চিত মৃত্যু। তবে দীর্ঘ এই যাত্রায় গাড়ি দ্রুত চালানোর জন্য আদালতে যেতে হচ্ছে কেভিনকে। পুলিশের মামলা থেকে রেহাই পাচ্ছে না সে। 
সূত্র : ডেইলি মেইল। 

No comments

Theme images by wingmar. Powered by Blogger.