রোগের নাম গরুবসন্ত, তাও আবার ব্রিটেনে
হাম, বসন্ত, কলেরা, পলিও, ধনুষ্টংকার টিকা দানের মাধ্যমেই নির্মূল হয়। তারপরও এদের কোনো একটি হতে পারে। সেটাই জানা গেল ব্রিটেনের ওয়েলস অঞ্চলে ১৫ বছর বয়সী এক তরুণের মধ্যে। রোগের নাম গরু বসন্ত। ইংরেজিতে বলে কাউপক্স।
এই কাউপক্স ব্রিটেন থেকে পালিয়েছিল বহু আগে। শেষ কাউপক্স আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায় আজ থেকে ১০-১২ বছর আগে। ব্রিটেনের চিকিৎসকরা হতবাক ওয়েলসের রোগীকে দেখে। খামারে বাছুরকে দুধ খাওয়াতে গিয়ে সেই এই রোগে আক্রান্ত হয়। তার হাতে পায়ে খুজলি উঠতে শুরু করে।
তরুণের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তার বাবা-মা চিকিৎসকের শরণাপন্ন হোন। তারা তরুণের রোগ পরীক্ষা করে কাউপক্সের কথা জানান। ছেলেটির মা জানান সে প্রতিদিন বাছুরকে হাত দিয়ে খাবার খাওয়াতো।
১৮ শতকে ব্রিটেনে এই রোগের আধিক্য দেখা যায়। যারা গরুর খামার করত তাদের মধ্যে এই রোগের প্রকোপ দেখা যেত সর্বাধিক। আধুনিক খামার পদ্ধতিতে এই রোগ খুব একটা দেখা যায় না।
ডা. আয়েশা জাভেদ ছেলেটির রোগ পরীক্ষা করেন। তিনি জানান এই প্রথম তিনি এমন রোগী শনাক্ত করেন। ছেলেটি ৩ মাস আগে রোগের পরীক্ষা করায়। সম্প্রতি আমরা জানতে পারি এই রোগের বিষয়ে। আমরা সকলকে এ বিষয়ে সতর্ক করে দিয়েছি। সূত্র : দ্যা মিরর অনলাইন
No comments