Header Ads

Header ADS

গ্যালারি পরিষ্কারে সেনেগাল ও জাপান সমর্থকরা (ভিডিও)



ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছতা অভিযানের ছোঁয়া লেগেছে রাশিয়া বিশ্বকাপে। তাইতো সেনেগাল ও জাপানের সমর্থকদের খেলা শেষে গ্যালারী পরিষ্কার করতে দেখা গেল। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই ছবি ভাইরাল হয়ে এখন ঘুরছে। আফ্রিকার দেশ সেনেগাল তাদের প্রথম খেলায় পোল্যান্ডকে ২-১ গোলে হারায়। মস্কোর স্পারটাক স্টেডিয়ামে হয় ওই খেলা। 


 অন্যদিকে জাপান একই ব্যবধানে হারায় দক্ষিণ আমেরিকা মহাদেশের শক্তিশালী দল কলম্বিয়াকে। রাশিয়ায় খেলা দেখতে আসা দুই দেশের সমর্থকরা এতটাই খুশি ছিল যে খেলা শেষে তারা গ্যালারি পরিষ্কার করতে নেমে পড়ে। আর এই পরিষ্কারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে তা ভাইরাল আকারে ছড়িয়ে পড়ে। এতদিন ফুটবল স্টেডিয়ামে ইংলিশ ও জার্মান সমর্থকদের মারামারি করতেই দেখেছে বিশ্ববাসী। এখন দেখল সমর্থকদের স্টেডিয়াম পরিষ্কার করার দৃশ্য। বিষয়টা সবার মন ছুঁয়ে গেছে। রাশিয়ার ও আন্তর্জাতিক গণমাধ্যম তাদের এই উদ্যোগের প্রশংসা করেছে। 


No comments

Theme images by wingmar. Powered by Blogger.