Header Ads

Header ADS

সুন্দর ও ব্রণ মুক্ত থাকতে কুকুরের মূত্র পান! (ভিডিও)


সৌন্দর্য মানুষের চিরকাল থাকে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সৌন্দর্যে ভাটা পড়ে। তাই বলে সৌন্দর্য ধরে রাখার চেষ্টা করবে না কেউ, তা কি কখনও হতে পারে?

সম্প্রতি সাইবার দুনিয়ায় এমন এক নারীর সন্ধান পাওয়া গেল যিনি সৌন্দর্য ধরে রাখার জন্য নিজের পোষা কুকুরের মূত্র পান করেন। সেই মূত্রপানের দৃশ্য ভিডিও করে লিন লিউ নামের এক নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছেন। ভিডিওটি লক্ষাধিকবার দেখা হয়েছে। ভিডিও দেখা যায় মেয়েটি কুকুরের মূত্র একটি প্লাস্টিকের গ্লাসে সংগ্রহ করছেন। এরপর ঢক ঢক করে মূত্র পান করছেন। সবাই নাকি মেয়েটর সুন্দরি থাকার রহস্য জানতে চাইলে এসব কথা তিনি বলেন।  

মূত্র পান শেষে মেয়েটি বলে, তিনি কেন কুকুরের মূত্রপান করেন। এর উপকারিতা বর্ণনা করেন। তার মুখেই শোনা যায় তার মুখে ব্রণ উঠলে তিনি হতাশাগ্রস্ত হন। এরপর কুকুরের মূত্রপান করলে তার ব্রণ দূর হয়ে যায়। অন্যদের তিনি কুকুরের মূত্র পান করতে বলেন।

 নিজে গোগ্রাসে মূত্রপান করে বলেন, এতে ভিটামিন এ, ভিটামিন ই ও ১০ গ্রাম ক্যালসিয়াম আছে। কুকুরের মুত্রে ক্যানসার দূর করতে সাহায্য করে এমন তথ্য নাকি প্রমাণিত হয়েছে। সূত্র : দ্যা ডেইলি মিরর।




No comments

Theme images by wingmar. Powered by Blogger.