রোনালদোর এক নৈপুণ্যে স্পেনকে ঠেকিয়ে দিল পর্তুগাল
আগেই ধারণা করা হয়েছিল স্পেন-পর্তুগালের খেলাটি হবে হাই ভোল্টেজ ম্যাচ। হয়েছেও তাই। ৩-৩ গোলে ড্র'ই বরে দেয় কতটা উত্তেজনাকর খেলা ছিল এটি।
খেলার ৪ মিনিটেই পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো পেনাল্টি আদায় করে গোল করেন। এরপর সেই গোল পরিশোধ করেন স্পেন। এরপর আবার ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালকে এগিয়ে দেন। ২-১ গোলে পিছিয়ে থেকে শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা।
এসময় স্পেনের কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন আবার সেই কোস্তা। তারপর পর্তুগালের ডিফেন্সের ভুল বুঝাবুঝিতে আচমকা সুযোগ সন্ধানী গোল করেন স্পেন। চাপে পড়ে যায় পর্তুগাল। আর সেই চাপ থেকে ফ্রিকিকে গোল করেন সেই ক্রিস্টিয়ানো রোনালদো।
No comments