Header Ads

Header ADS

শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন হবে না



বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। নির্বাচন করতে হলে সরকারকে পদত্যাগ করতে হবে। তারপর একটি সহায়ক সরকার দিতে হবে। সেই সরকারের অধীনে নির্বাচন হবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় এ কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংবাদিক শওকত মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। বাংলাদেশ ইয়ূথ ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। শওকত মাহামুদ বলেন, দেশে আজ গণমাধ্যম স্বাধীন নয়। মিডিয়ার লোকজন সরকার বিরোধী সংবাদ প্রকাশ করতে ভয় পায়। খুলনা নির্বাচনে দুটো মিডিয়া সরাসরি ভোট অনুষ্ঠান প্রচার করতে গিয়েছিল। সেদিন এক সময় দেখা যায় ভোটার ভোট কেন্দ্র গিয়ে দেখে তার ব্যালট পেপার নেই। এদিকে ব্যালট পেপার শেষ হয়ে গেছে বলে প্রিসাইডিং অফিসার। এই দৃশ্য দেখানোর পর সেই সংবাদকর্মীর চাকরি যায় যায় অবস্থা। অবশেষে তদবির করে তার চাকরি রক্ষা করতে হয়েছে। এই হচ্ছে বর্তমান প্রেক্ষিত। 

তিনি বলেন যারা মনে করেন, শেখ হাসিনাকে রেখে নির্বাচন হবে। আর সেখানে খালেদা জিয়া ভোটে জিতে প্রধানমন্ত্রী হবেন সেটা দিবাস্বপ্ন ছাড়া কিছু নয়। তাই সকলকে সরকার পতন আন্দোলনে নামতে হবে। 



No comments

Theme images by wingmar. Powered by Blogger.