গরু ছাগল চেনার খেসারত
গরু ছাগল চিনতে পারলেই বাসের চালক হওয়া যায়। সরকারের মন্ত্রী বাহাদুরদের এমন কথারই খেসারত দিচ্ছে জনগণ। রবিবার ঢাকার বিমানবন্দর রোডে বেপরোয়া বাস কেড়ে নিল দুই শিক্ষার্থীর প্রাণ। আহত ১৫ জন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক। নিহত এক শিক্ষার্থীর বাবা আবার পরিবহণ শ্রমিক নেতা (সূত্র কালের কণ্ঠ)।
ক্রিকেটে বাংলাদেশ দলের জয়ে সেকেন্ডে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতার অভিনন্দন বার্তা প্রকাশ পেলেও মর্মান্তিক এসব ঘটনায় তাদের শোক প্রকাশ করতে সময় লাগে। অন্যদিকে ফ্রান্সে এক শিশু ছাদের কার্নিশ থেকে পড়ে যাওয়া অবস্থায় বেচে গেলে দেশটির প্রেসিডেন্ট অভিনন্দন জানায় উদ্ধারকারীকে। আদর আপ্যায়ন করে প্রেসিডেন্ট প্রসাদে। আর আমাদের রাষ্ট্রপ্রধানরা শোক প্রকাশ তো দূরের কথা, কেন দুর্ঘটনার প্রশ্ন করলাম তাতেই মিডিয়ার ওপর ক্ষুব্ধ।
মন্ত্রী শাহজাহান খানকে সাংবাদিকরা দুর্ঘটনার বিষয়ে প্রশ্ন করলে তিনি উল্টো সাংবাদিকদের প্রতিবেশী দেশের সাংবাদিকতাকে অনুসরণ করার নসিহত দেন। তিনি এখন নিজেকে প্রতিবেশী দেশের মন্ত্রী মনে করছেন। তার বিশ্বাসতো ঠিকই আছে। ২০১৪ সালের ভোটার বিহীন নির্বাচনে প্রতিবেশী দেশের সহায়তায় তিনি মন্ত্রী এমপি হয়েছেন তাই তিনি নিজেকে প্রতিবেশী দেশের মন্ত্রী মনে করছেন। তাই উদাহরণ টানছেন সেই দেশের। তবে তার জানা উচিত প্রতিবেশী দেশের মন্ত্রীরা গরু-ছাগল মার্কা বক্তব্য দেয় না। তাদের মন্ত্রীরা পরিবহণ শ্রমিকদের অন্যায় আবদার শোনে না। তাদের মন্ত্রীরা গলাকাটা পার্টি থেকে রাজনীতিতে ঢুকেনি। তাদের মন্ত্রীরা পরিবহণ শ্রমিকদের নেতা হয়ে নেতাগিরি করেন না। যেটা আপনি করেন।
বাংলাদেশে আওয়ামী লীগ একটি ঐতিহাসিক দল এই দল আজ কুখ্যাতি অর্জন করেছে এসব বহিরাগত নব্য আওয়ামী লীগের দ্বারা। ভবিষ্যতে এদের লিগেসিবহন করতে হবে আওয়ামী লীগকে। আজ অর্থ সেক্টরে, শিক্ষা সেক্টরে, পরিবহণ সেক্টরে যে নৈরাজ্য চলছে তার সবকিছুর মূলে এই বহিরাগত অনুপ্রবেশকারী আওয়ামী লীগের মন্ত্রীদের দ্বারা।ভবিষ্যতে এর সবকিছুর দায়ভার দলটির প্রধান ও রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধান শেখ হাসিনাকেই বহন করতে হবে।
No comments