ইমরানের জোটে নেই বিলাওয়াল, ফল প্রত্যাখ্যান পিটিআই বাদে সবাই
তত্ত্বাবধায়ক দিয়েও যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তার উৎকৃষ্ট উদাহরণ এখন পাকিস্তান। দেশটির অধিকাংশ রাজনৈতিক দল গত ২৫ জুলাই হওয়া নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান নির্বাচন কমিশনের পদত্যাগ চেয়েছে তারা। নতুন নির্বাচনের আহবান জানানো হয়।
তবে ইমরানের খানের জন্য স্বস্তির খবর পাকিস্তানের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল পিপিপি নির্বাচনকে স্বীকৃতি দিয়ে বিরোধী দলে বসার ইচ্ছা প্রকাশ করেছে। তবে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে দলটি।
অন্যদিকে নওয়াজ শরীফের দল পিএমএল-এন ও ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলগুলো এই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবি পেশ করেছে।
শুক্রবার ধর্ম ভিত্তিক দলগুলোর সঙ্গে পিএমএল-এনের একটি বহুদলীয় বৈঠক হয়। এতে পাকিস্তান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করা হয়। একই দাবি পিপিপি পক্ষ থেকেও করা হয়।
নওয়াজ শরীফের দল ও ধর্ম ভিত্তিক দলগুলো নতুন সংসদে শপথ নিতে রাজি নয় বলে জানায়। তবে এ নিয়ে ভিন্ন মত প্রকাশ করে পিপিপি পার্টি প্রধান বিলাওয়াল ভূট্টো। তিনি নির্বাচন কেন্দ্রিক জটিলতা নিয়ে নতুন পার্লামেন্টে আলোচনা করতে চান। বিষয়টি সেখানেই সুরাহা হবে বলে জানান। তিনি নওয়াজ শরীফের পার্টি ও ধর্ম ভিত্তিক পার্টিগুলোকে শপথ অনুষ্ঠানে অংশ নেয়ার আবেদন করেন।
এদিকে ইমরান খান কাদের নিয়ে জোট করবেন এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বেনজির ভূট্টোর পার্টি পিপিপি ইমরানের সঙ্গে জোট করছে না। এ বিষয়ে নিশ্চিত ঘোষণা এসেছে বিলাওয়াল ভূট্টোর কাছ থেকে।
শুক্রবার পর্যন্ত ভোট গণনায় ইমরান খানের পার্টি পিটিআই ন্যাশনাল অ্যাসেম্বলির ১১৫ টি আসনে জয়লাভ করেছে। তবে বেসরকারিভাবে পিটিআই ১২০ টি আসনে জয়লাভ করেছে এমন দেখানো হচ্ছে।
সরকার গড়তে হলে পিটিআইকে ন্যাশনাল অ্যাসেম্বলি ১৩৭ সদস্যর সমর্থন নিতে হবে। এই সমর্থন কাদের থেকে নেয়া হবে তা এখনো পরিষ্কার হয়নি। তবে এমকিউএম ও স্বতন্ত্রদের নিয়ে এই সমর্থন আদায় করা হবে এমন খবর পাওয়া যাচ্ছে। তবে পুরো ফল প্রকাশের পরই জানা যাবে কাদের নিয়ে সরকার গড়ছেন ইমরান খান।
No comments