পাক নির্বাচনের ফল প্রত্যাখান নওয়াজ ও মোল্লাদলের, বিলাওয়ালের সুর বদল
পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরান খান জয় পেয়েছেন। তবে সংখ্যাগরিষ্ঠতা পাননি। সরকার গড়তে হলে তাকে অন্যদলের সঙ্গে জোট করতে হবে। এখন এই জোট কার সঙ্গে হবে তা এখনো ঠিক হয়নি। ধারণা করা হচ্ছে এই জোট বেনজির ভূট্টোর পার্টি পিপিপি এর সঙ্গে হবে। এমন জোর আলোচনা চলছে পাকিস্তানের রাজনৈতিক মহলে।
এর আগে নির্বাচনে হতাশ জনক ফল দেখে দেশটির বড় দুই রাজনৈতিক দল নওয়াজ শরীফের পিএমএল-এন ও পিপিপি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফল বাতিলের ঘোষণা দিয়েছিল। তবে যখন থেকেই পিপিপির সঙ্গে ইমরানের পার্টি পিটিআইয়ের জোট বিষয় আলোচনা হচ্ছে তখনই পিপিপি মুখপাত্র শেরি রহমানের মুখে অন্য সুর শোনা গেল।
বৃহস্পতিবার তিনি সংবাদ সম্মেলন করে বলেন পিপিপি নির্বাচনের ফল বাতিল করছে না। তবে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা চাইবেন তারা। তাদের চেয়ারম্যান বিলাওয়াল ভূট্টো ন্যাশনাল অ্যাসেম্বিলির একটি আসনে পরাজিত হয়েছেন। নির্বাচনে ফল দিতে দেরি হওয়ার কারণ কি? সেই ব্যাখ্যা চাইবেন তারা। এদিকে পাকিস্তানের ধর্মীয় দলগুলো এই নির্বাচনের ফল বাতিল চেয়েছে।তাদের সঙ্গে নওয়াজ শরীফের দলও নির্বাচনের ফল বাতিলের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ নির্বাচনে বড় আকারে কারচুপি হয়েছে। এই ফল পাতানো। এটা কোনো মতেই মেনে নেবেন না তারা।
No comments