Header Ads

Header ADS

একাধিক বিয়ের নষ্টামি, সিরিয়াল অন্দর মহল


সমাজকে বদলে দেবার জন্য নয়, সমাজকে পচিয়ে দেবার জন্য জি বাংলা চালু করেছে সিরিয়াল অন্দরমহল। সিরিয়ালে গল্পের শুরুতে ছিল একরকম । আর এখন দেখানো হচ্ছে আরেক রকম। পরমেশ্বরীকে কেন্দ্র করে যে সিরিয়ালের আবির্ভাব তা এখন রুপ নিচ্ছে সিরিয়ালের পার্শ্বচরিত্রতে অভিনয় করা অভিনেতাদের অভিনেত্রীদের নোংরামির দিকে। সিরিয়ালের অর্ঘ নামের যুবক অফিসে কর্মরত বেশি বয়সী কলিগের সঙ্গে লিভিং টুগেদার করে। ফলশ্রুতিতে ওই কলিগ গর্ভবতী হয়। 

 তার আগে দেখানো হয় অর্ঘ তার  স্ত্রীকে রোগের কারণে ত্যাগ করেছে। ঘরে ঢুকতে দেয় না। এসব কি কোনো দিন বাস্তব জীবনে হয়? স্ত্রীর রোগ হলে স্বামী স্ত্রীর কাছ থেকে দূরে সরে যায় এমনটা কোথাও হতে দেখিনি। তারপর আরেকটা অবাস্তবতা হচ্ছে জারজ সন্তান নিয়ে অর্ঘ বাবুর স্ত্রী বাড়াবাড়ি। 

সমাজকে কি ম্যাসেজ দিতে চাচ্ছেন এই সিরিয়ালের কাহিনী লেখক? স্বামীরা অফিসের কলিগকে গর্ভবতী করে দেবে। আর বাড়ির স্ত্রী তা মেনে নেবে। আর সেই কলিগের সদ্যজাতকে লালন পালন করবে বৈধ স্ত্রী। এটা কি উচিত কাজ? এটা কি ভালো কা? নোংরামির চূড়ান্ত এই সিরিয়াল।

এর আগে দেখানো হয় পরমেশ্বরীর সতীন অন্যন্যা কে বাড়িতে নিয়ে আসে অভি নামের যুবক। তারপর দুই স্ত্রীকে নিয়ে এক বাড়িতেই থাকে অভিমন্যু নামের গুণধর ছেলে। এমন অবাস্তব চিত্র দেখিয়ে কি মজা পান এই সিরিয়ালের নারী পুরুষরা? জানতে ইচ্ছা করে। পরকীয়া আছে সমাজে। তাই বলে পরকীয়াকে মহান দেখানোর মধ্যে কি আছে সেটা বোঝা যাচ্ছে না। বস্তাপচা এসব সিরিয়াল দেখিয়ে সমাজকে ভুল পথে নিয়ে যাচ্ছে এসব সিরিয়ালের গল্পকার। অসৎ কাজকে উচিত দেখানো হচ্ছে।  আর যারা অভিনয় করছেন তাদেরকে বলবো দয়া করে এসব কাজ করবেন না। সমাজের স্বার্থে এর প্রতিবাদ করুন। অর্থের জন্য এসব করবেন না। জীবনে অর্থটাই বড় কিছু নয়।

No comments

Theme images by wingmar. Powered by Blogger.