তরুণীকে বিবস্ত্র করল আইটি ম্যানেজার, পাশে বসা স্ত্রী!
নারীঘটিত কেলেঙ্কারি লোকজন লুকিয়ে রাখতে চায়। বন্ধু-বান্ধবের কাছে বিষয়টি প্রকাশ হয়ে পড়লেও স্ত্রীদের কাছে সর্বোচ্চ চেষ্টা থাকে তা গোপন রাখার। তবে সব ক্ষেত্রে এমনটা হতে দেখা যায় না।
ভারতীয় এক আইটি ম্যানেজারের এতটাই দু:সাহস সে স্ত্রীকে পাশে রেখেই অন্য মেয়ে ছেলের শরীরে হাত দেয়। আর তাতেই তার কপালে জুটতে যাচ্ছে আমেরিকা থেকে বহিষ্কার অথবা যাবজ্জীবন সাজা। পাঁচ দিনের বিচারে ডেট্রয়েটের ডিস্ট্রিক জর্জ টেরেন্স বার্গ আইটি ম্যানেজারকে দোষী সাব্যস্ত করেন। আগামী ১২ ডিসেম্বর তারা সাজা ঘোষণা করা হবে।
ঘটনাটা সাত মাস আগে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের স্পিরিট এয়ারলাইন্সের ডেট্রয়েটগামী বিমানের। লাসভেগাস থেকে ডেট্রয়েটে যাচ্ছিলো বিমানটি।
৩৫ বছর বয়সী প্রভু রামামুর্তি স্ত্রীকে নিয়ে ডেট্রয়েট যাচ্ছেন। বিমানে জানালার পাশে বসা ছিল ২২ বছর বয়সী এক তরুণী। তিনি মাঝে আর তার স্ত্রী তার পাশে। মেয়েটি যখন গভীর ঘুমে তখন প্রভু রামামুর্তি তার শরীর হাতিয়ে বিবস্ত্র করে দেয়।
ঘুম থেকে উঠে মেয়েটি দেখে তার জামার বোতাম খোলা ও প্যান্টিতে হাত দিয়ে রেখেছে রামামুর্তি। ওই তরুণী ফ্লাইট অ্যাটেনডেন্টকে ডাক দেয়। প্রাথমিকভাবে রামামুর্তি নিজেকে বাচাতে মিথ্যার আশ্রয় নিলেও তা ধোপে টিকেনি। এফবিআই তদন্তে রামামুর্তি বলে সে ঘুমিয়ে ছিল তাই তার হাত মেয়েটির অঙ্গ স্পর্শ করে থাকতে পারে।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ম্যাথু স্নাইডার বলেন, আমরা এই জাতীয় যৌন নিপীড়ন কখনই সহ্য করব না। আমরা আশা করি না যে কেউ কোনো নারীকে একা পেয়ে এ ধরণের সুযোগ নিক। মেয়েটির জন্য আদালতের জুরিরা দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তিনি তাদের ধন্যবাদ জানান।
No comments