Header Ads

Header ADS

পায়ের মত আলু, ওজন ৮ কেজি!


ছবি দেখে যে কেউ ভাববে এটি কোনো মানব পায়ের ভাস্কর্য। আসলে এটি একটি আলুর চিত্র। 

এখন হয়ত ভাবছেন এমন আলু আবার হয় নাকি। হয় না সত্যি তবে এটিই বাস্তব যে এক দম্পতি বাড়ির পিছনে আলু চাষ করতে গিয়ে এই আলু খুঁজে পান। 

ব্রাজিলের বাসিন্দা এই দম্পতির নাম  মারলি ও পাওলো সিকুইনেল। ব্রাজিলের সান্টা ক্যানটারিনা রাজ্যের মেলেরো শহরে থাকেন তারা। সেখানে বিগত ৬ বছর ধরে তারা আলু চাষ করছেন। এ ধরনের সবজিকে মিউট্যান্ট আলু বলা হয়। পা সদৃশ এই আলুর ওজন ৮ কেজি। 

মারলি বলেন, আমরা বাড়ির পিছনে দীর্ঘদিন ধরে সবজি চাষ করে আসছি। কখনও এমন ধরনের আলু দেখিনি। ক্ষেত থেকে পা আকৃতির এই আলু তুলতে গিয়ে আমরা ভয় পেয়েছিলাম। কারণ এমনটা হতে পারে আমাদের বিশ্বাস ছিল না। আলুটি আমরা প্রদর্শনের জন্য রেখে দেব। যে কেউ এসে এটি দেখতে পারে। 

মারলি ও তার স্বামী নিজেদের খাবারের জন্যই সবজি চাষ করে থাকেন। এমনটাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। 


No comments

Theme images by wingmar. Powered by Blogger.