Header Ads

Header ADS

আইএসআইয়ের সাহায্য পেতেই কংগ্রেসের সিধু পাকিস্তানে


ক্রিকেটার নভজোত সিং সিধু শান্তির দেবতা হয়ে পাকিস্তান গিয়েছেন। কোলাকুলি করেছেন পাক সেনা প্রধান বাজওয়ার সঙ্গে। এমনটাই তিনি এনডিটিভির সাক্ষাৎকারে জানিয়েছেন। আজ কাল কংগ্রেস পার্টির অনেকেই শান্তির দেবতা হয়ে পাকিস্তান সফর করেন। তার মধ্যে মনি শঙ্কর আইয়ার অন্যতম। তিনি সেখানে শান্তির দেবতা হয়ে গিয়ে ভারত সরকারের বিরুদ্ধে নিজের ক্ষোভ ঝেড়ে আসেন। এর আগে পাকিস্তানের সাংবাদিকের প্রেমে পড়েন কংগ্রেসের শশী থারুর। এসব নিয়ে শশী স্ত্রীর সঙ্গে কলহ করেন। পরে তাকে হত্যা করে আত্মহত্যার নামে চালিয়ে দেন।  কংগ্রেস পার্টির রাজনীতি এমনটাই। 

ভারতে ২০১৯ সালে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে কংগ্রেস পার্টির দরকার অর্থ ও গোয়েন্দা শক্তি। কারণ মোদীর নোটবন্দি কংগ্রেস পার্টিকে ভিখারিতে পরিণত করেছে। সেই অর্থশক্তি পাকিস্তানের কাছ থেকে আদায় করার জন্য সিধুকে পাঠানো হয়েছে। এর আগে পাকিস্তানের সেনাবাহিনীকে খুশি করার জন্য মনি শঙ্কর আইয়ার সেখানে যান।

 আগামী নির্বাচনে পাকিস্তানের আইএসআই কংগ্রেস পার্টিকে জেতানোর চেষ্টা করবে এমন আশা সোনিয়া রাহুল করতেই পারে। কারণ বিজেপির সঙ্গে পাকিস্তানের সম্পর্ক তলানিতে। পাকিস্তানের সেনাবাহিনী বিজেপিকে শত্রু মনে করে। অন্যদিকে বিজেপিকে শত্রু মনে করে কংগ্রেসও। তাই পাকিস্তানের সঙ্গে হাত মেলালে লাভ কংগ্রেস পার্টির। এই নীতির ওপর ভরসা করেই কংগ্রেসের রাজনীতিবিদরা ঘন ঘন পাকিস্তান সফর করেন। 

কংগ্রেসের চামচা সাংবাদিকরাও পাকিস্তান সফর করে। সেখানকার পত্রিকায় লেখালেখি করে। যেমন কুলদীপ নায়ার। পাকিস্তানকে সঙ্গে নিয়েই ভারতে অস্তিত্ব রক্ষার লড়াইতে নামতে চাইছে কংগ্রেস পার্টি। কারণ মোদী ম্যাজিকের বিপরীতে রাহুল ম্যাজিক যে কাজ করে না। আগামী লোকসভা নির্বাচনে ইটালি ও পাকিস্তানের পয়সা নিয়ে কংগ্রেস লড়াই করবে এটা এখন দিবালোকের মতো পরিষ্কার। 

No comments

Theme images by wingmar. Powered by Blogger.