Header Ads

Header ADS

শিক্ষার্থীদের লাঠিপেটা করার ইংগিত স্বরাষ্ট্রমন্ত্রীর



আগেই জানতাম স্কুল পড়ুয়াদের আন্দোলনের মধ্যে জামাত শিবিরের ভুত দেখবে সরকার। হয়েছেও তাই। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সেটাই বললেন। কোটা আন্দোলনকে যেভাবে জামাত শিবিরের নাম করে ছিনতাই করেছিল, এখন ঠিক একই ওষুধ প্রয়োগ করতে যাচ্ছেন তিনি। 

নিজেরা রাষ্ট্রের কোনো আইন মানে না। সেটা জাতির সামনে ছাত্ররা দেখিয়ে দিয়েছে। এ নিয়ে তাদের চোখে মুখে লজ্জার লেশ মাত্র নেই। নিজেরাই লাইসেন্স ছাড়া রাস্তায় গাড়ি চালায়। তারা আবার ধরবে হারামি বাস ড্রাইভারদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানুক তার সচিব নাজিবর রহমানও লাইসেন্স সময় মত নবায়ন করে না। আইন যারা বানায় তারাই আইন মানে না। আবার জনগণকে আইন শেখাতে যায়। 

এদিকে মাস্তান শাজাহান খানের ইংগিতে বাস পরিষেবা বন্ধ করে দিয়েছে তার চামচা বাস মালিক সমিতির লোকরা। এটা করা হয়েছে জনসাধারণকে ক্ষুব্ধ করার জন্য, যাতে জনগণ ক্ষুব্ধ হয়ে স্কুলের ছাত্রদের বকাবকি করে। আর এই সুযোগে তারা দলবল নিয়ে স্কুলের ছেলে মেয়েদের ওপর ঝাঁপিয়ে পড়বে। তেমন আভাস তাদের কথা বার্তায় ফুটে উঠেছে। আন্দোলনরত ছাত্ররা বাস ভাংচুর করেনি। তারা বাসের লাইসেন্স পরীক্ষা করছে মাত্র। যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাফিক পুলিশ করে না। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের বিরুদ্ধে বাস ভাংচুরের অভিযোগ আনছে। নিজেদের ব্যর্থতা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। 

ঢাকা শহরে কত অবৈধ গাড়ি চলছে তা ছাত্রদের এই লাইসেন্স পরীক্ষায় জানা যাচ্ছে। এতদিন যে হিসাব দেখানো হয়েছে তা ছিল ভুয়া। সঠিক চিত্র এখন প্রকাশ পাচ্ছে। আর এটা ফাঁস হয়ে যেতে পারে বলে ঢাকা শহরে শয়তান পরিবহণ মালিকরা ও মাদকাসক্ত চালকরা উধাও হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই এরা খোলস ছেড়ে বেরিয়ে এসে আবার সেই একই কায়দায় জনগণকে পিষে মারবে। তখন প্রতিবাদ করার কেউ থাকবে না। এটাই এতদিন হয়ে আসছে। 

পরিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই তিনি বাস চাপায় নিহত শিক্ষার্থী দিয়া ও করিমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তাদের অর্থ দিয়ে সাহায্য করেছেন। তার কাছ থেকে আর কিছু আশা করে জাতি। যেটা তিনি বাস্তবায়ন করবেন। শাজাহান খানকে বরখাস্ত করে তিনি সেই দায়িত্বটা পালন করবেন। শাজাহান খানকে অবশ্যই পদত্যাগ করতে হবে।   
   

No comments

Theme images by wingmar. Powered by Blogger.