Header Ads

Header ADS

জি বাংলার আরেক বদমাইশি সিরিয়াল সীমা-রেখা


জি বাংলার আরেক বদমাইশি সিরিয়াল সীমা রেখা। গোয়েন্দা গিন্নি করে খ্যাতি পাওয়া ইন্দ্রাণী হালদারকে কেন্দ্র করে এই সিরিয়াল নির্মাণ হলেও কাহিনীর লেখক সেখান থেকে সরে গেছেন বহু আগেই। ইন্দ্রানী হালদার পুরাই ফ্লপ এখানে।

 সিরিয়ালের মূল চরিত্র হয়ে উঠছে বিন্দি নামের এক গ্রাম্য নারী। সিরিয়ালের নাম হওয়া উচিত ছিল বিন্দি। অন্যসব সিরিয়ালের মত এখানেও পুরুষদের লম্পট চরিত্র ও নারীদের কুচক্রী মনোভাব টেনে আনা হয়েছে। 

বাড়ির বড় ছেলে সিতাংশু প্রেম করে হাসপাতালের এক নার্সকে প্রেগনেন্ট করে ছেড়ে দেয়। এসব এখন সিরিয়ালে দুম করেই দেখানো হচ্ছে। 

এর আগে দেখানো হয়েছে কীভাবে নকল বিয়ে করা যায়। এসব মেয়েদের শেখানো হচ্ছে। বাড়ির বউদের কীভাবে কায়দা করে গঙ্গার জলে ফেলে দেয়া হয় এসব দেখানো হচ্ছে। 

 প্রেমিক পূর্বের প্রেমিকাকে ভুলে নতুন মেয়ের প্রেমে পড়ে।  এরপর শুরু হলো প্রেমিককে নিয়ে দুই প্রেমিকের মারামারি। যাকে বলে রণক্ষেত্র। এরই মধ্যে এই যুদ্ধে যোগ দেয় সাবেক প্রেমিকার ভাই। বাস্তবে এর উল্টোটাই হওয়ার কথা। সমাজকে পচিয়ে দিচ্ছে জি বাংলার বস্তাপচা এসব সিরিয়াল।

No comments

Theme images by wingmar. Powered by Blogger.