Header Ads

Header ADS

পাদ দিয়ে চাকরি খোয়ালেন নিরাপত্তারক্ষী !


ডিউটি ছিল তার পাহারা দেবার। তবে পাহারা দিতে গিয়ে এমন এক কাজ করেন তাতে খোয়াতে হয় চাকরি। দোষ সামাজিক যোগাযোগ মাধ্যমে  পাদ দেয়ার ভিডিও কেন ভাইরাল হলো। 

ঘটনাটা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক হাসপাতালের। সেখানে কর্মরত  ডগ নামের এক নিরাপত্তার রক্ষীর মাথায় আজব খেয়াল চাপলো। পরিচিত লোকজন নানা রকম ভিডিও ভাইরাল করছে। সে বাদ যাবে কেন। কি করা যায়। অনেক ভেবে চিন্তে ঠিক করল সে ভালো পাদ দিতে পারে। আর যেখানে সে ডিউটি করে সেই জায়গা ফাকা ও নীরব। পাদ দিলে সুন্দর শব্দ হয়। যে কথা সেই কাজ। 

অনবরত পাদ দিতে থাকলেন আর তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছেড়ে দিলেন। আর এতে তার ফলোয়ারের সংখ্যা দাড়ায় ২৮ হাজারে। 

এভাবে ৬ মাস একই কাজ করতে থাকলে হঠাৎ তার ভিডিও ভাইরাল হয়ে যায়।  আর সেটা চোখে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষের। তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। নিজের আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে ডগ বলে, সে প্রথমে একটি পেট গর গর শব্দ করার ভিডিও দেয়। সেটি পোস্ট করা হয় গত ২৫ মার্চ।  সেটি লোক প্রিয়তা পেলে পাদের ভিডিও দিতে থাকে। লোকজন খুশি হয়। পরে সে ধারাবাহিকভাবে এ কাজ করতে থাকে। 

হাসপাতাল কর্তৃপক্ষ তার বরখাস্ত সম্পর্কে বলেছে, সে যা করেছে তা কোম্পানির পলিসির সঙ্গে যায় না। সে কিছু অনিয়ম করেছে যার জন্য তাকে বরখাস্ত করতে হয়। চাকরি হারিয়ে ডগ এখন নতুন চাকরি খুঁজছে। 

পাদের সেই ভাইরাল ভিডিও

No comments

Theme images by wingmar. Powered by Blogger.