Header Ads

Header ADS

ধর্মযাজকের অসভ্যতা

এই সেই ছবি আরিয়ানাকে চেপে ধরছেন বিশপ এলিস

পরিচয়ে তিনি ধর্মযাজক। লোকজনকে নীতি নৈতিকতার শিক্ষা দেন। সেই তিনি নিজেকে পরিচয় করালেন অন্য এক রূপে। তার বিরুদ্ধে লোকজনের অভিযোগ তিনি নারীদের সম্মান দিতে জানেন না। অবশেষে তাকে সবার কাছে মাফ চাইতে হয়। ঘটনাটা সুদূর  মার্কিন মুল্লুকে। বিখ্যাত পপ গায়িকা তরুণ প্রজন্মের হৃদয়হরণ করা আরিয়ানা গ্রান্দের সঙ্গে অশিষ্ট আচরণ করেন গীর্জার এক বিশপ। 

আর্থা ফ্রাঙ্কলিন নামের এক ব্যক্তির শেষকৃত্যের অনুষ্ঠানে গিয়েছিলেন আরিয়ানা। আর সেখানে বক্তব্য রাখছিলেন ধর্মযাজক চার্লস এইচ এলিস। বক্তব্য রাখার জন্য আরিয়ানা স্টেজে গেলে তাকে দেখে এলিস এতটাই আবেগতারিত হোন যে তিনি তার বুক চেপে ধরেন। এতে বিব্রত বোধ করেন গায়িকা। 

এদিকে ঘটনার ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়লে আরিয়ানার ভক্তরা ধর্মযাজক এলিসের তীব্র সমালোচনা করতে থাকে। আর এটা বুঝতে পেরে এলিস ক্ষমা চেয়ে বিবৃতি দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরিয়ানারও সমালোচনা হয়। তিনি কেন ছোট পোশাকে সেখানে গেলেন, এটারও সমালোচনা করেন নেট দুনিয়ার লোকজন। 

বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে এলিস বলেন, আমি যা করেছি তা হয়ত সীমা লঙ্ঘন। এমনটা আমি চাইনি। হয়ত তার সঙ্গে বেশি বন্ধুত্ব দেখাতে গিয়ে এমনটা হয়ে গিয়েছে। সবকিছুর জন্য আমি লজ্জিত। আমি ক্ষমা চাইছি। 

No comments

Theme images by wingmar. Powered by Blogger.