Header Ads

Header ADS

খেলনা বন্দুকে প্রাণ গেল হলিউড অভিনেত্রীর

অভিনেত্রী ভেনেসা মার্কুয়েজ

খেলনা বন্দুক দিয়ে ভয় দেখাতে গিয়ে পুলিশের হাতে নিহত হয়েছেন হলিউডের এক অভিনেত্রী। নাম ভেনেসা মার্কুয়েজ। টিভি সিরিজ ইআরে পার্শ্ব তারকা ছিলেন তিনি। 

লস অ্যাঞ্জেলসের দক্ষিণ পাসাডেনাতে এক এপার্টমেন্টে থাকতেন  ভেনেসা। গত বৃহস্পতিবার পুলিশকে ডেকে আনেন ভেনেসা নিজেই। তারপর পুলিশ বাড়িতে আসলে তাদের  প্রবেশে বাধা দেন তিনি। কেন এমনটা করছেন, এসব জানতে চাইলে পুলিশের দিকে খেলনা বন্দুক তাক করে রাখেন। 

এদিকে তার এসব হাবভাব দেখে পুলিশ মানসিক চিকিৎসক ডেকে নিয়ে আসে। সবাই মিলে ঘণ্টা দুয়েক অভিনেত্রীকে বোঝানোর পরও তিনি বন্দুক তাক করে রাখেন। পুলিশ বুঝতে পারেনি সেটা খেলনা বন্দুক। আসল বন্দুক মনে করেই পুলিশ ভেনেসাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।  এতে আহত হন ভেনেসা। পরে হাসপাতালে মারা যান। পুলিশ সার্জেন্ট জো মেনডোজা  এসব বলেন। বন্দুকটি বিবি টয়গান ছিল। যেটি দেখতে অনেকটা স্বয়ংক্রিয় হ্যান্ডগানের মত। 

ভেনেসার এক ঘনিষ্ঠ বন্ধু ছিলেন টেরেন্স টাওয়েলস ক্যানট। সংবাদ মাধ্যম ইনডিপেন্ডেন্টকে বলেন, ভেনেসার শারীরিক ও আর্থিক সমস্যা ছিল। তবে তার মাঝে এসব সমস্যার কোনো লক্ষণ তিনি দেখেননি। সে সব সময় অস্কার জেতার স্বপ্ন দেখতো। তিনি চলচ্চিত্রে ফিরবেন এমন আশাবাদ নিয়ে বেঁচে ছিলেন। তাকে কখনই হতাশাগ্রস্ত দেখিনি। সামনে এগিয়ে চলার মত মেয়ে ছিল সে। এমন নারী মারা যেতে চাইবেন কেন। 

 ভেনেসা তার ফেসবুকে নিজের শরীরের খারাপের কথা জানিয়েছিলেন। ২০১৪ সালের এক ফেসবুক পোস্টে তিনি জানান তার চিকিৎসক সঠিক চিকিৎসা দিচ্ছে না, যে কারণে তিনি সুস্থ হয়ে কাজে যোগদান করতে পারছেন না। 

২০১৭ সালে গণমাধ্যমের নজরে এসেছিলেন ভেনেসা। সেবার তিনি হলিউডের জনপ্রিয় অভিনেতা জর্জ ক্লুনির বিরুদ্ধে তাকে কালো তালিকাভুক্ত করার অভিযোগ এনেছিলেন। ক্লুনি সেই অভিযোগ অস্বীকার করেন।

পুলিশ যখন ভেনেসার বাড়িতে যায় তখন তাদের কাঁধে ভিডিও ক্যামেরা ছিল। তাতে ভেনেসাকে গুলি করার ভিডিও পুলিশের হাতে রয়েছে। তবে সেই ভিডিও এখন তদন্তের কারণে প্রকাশ করা যাচ্ছে না। ৬ মাস তদন্ত শেষে সেটা প্রকাশ হতে পারে।   


No comments

Theme images by wingmar. Powered by Blogger.