Header Ads

Header ADS

আসাম থেকে অন্য রাজ্যে যাক অবৈধরা: সনোয়াল

আসামের মূখ্যমন্ত্রী সর্বনন্দ সনোয়াল
এনআরসিতে (ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন) যাদের নাম উঠেনি তাদের ভোটাধিকার কেড়ে নেয়া হবে ও আসাম থেকে বিতাড়িত করা হবে। সোমবার দিল্লির বিজেপি সদর দফতরে দলটির জেনারেল সেক্রেটারি রাম মাধব একথা বলেন। তবে স্বস্তির খবর অবৈধরা অন্য রাজ্যে যেতে পারে বলে মত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বনন্দ সনোয়াল। 

এনআরসি নিয়ে একটি সেমিনার আয়োজন করেন দলটির থিংক ট্যাংক রামভাও মহালঘি প্রবোধহিনি। 

সেমিনারে আরো বক্তব্য রাখেন আসামের মুখ্যমন্ত্রী সর্বনন্দ সনোয়াল। তিনি বলেন, শুধু আসামেই নয়। ভারতের প্রত্যেক রাজ্যে এনআরসি করা হবে। আসামের এনআরসি সম্পর্কে বলেন, যারা আসামের এনআরসি তালিকায় নেই। তারা অন্য রাজ্যে চলে যেতে পারেন। তাদেরকে কোনো মতেই আসামে থাকতে দেয়া হবে না। আমরা এনআরসি বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নিচ্ছি। 

প্রসঙ্গত, সুপ্রিমকোর্টের নজরদারিতে এনআরসি তৈরি করা হয়েছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কারা আসামের প্রকৃত ভারতীয় তাদেরকে সনাক্ত করা হয়। এতে ৪০ লাখ লোক বাদ পড়ে। ১৯৮৫ সারে আসাম অ্যাকর্ড (আসাম চুক্তি) অনুসারে এনআরসি তৈরি করা হয়।  

No comments

Theme images by wingmar. Powered by Blogger.