Header Ads

Header ADS

নেপালকে হিন্দুরাষ্ট্র করার দাবি মুসলিমদের!


মাওবাদী গৃহযুদ্ধে ২০০৮ সালে নেপালে রাজতন্ত্রের পতন ঘটে। পাশাপাশি পতন ঘটে রাষ্ট্রের হিন্দু পরিচিতি। গণতান্ত্রিক নেপাল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে নিজেকে ঘোষণা করে। 

তবে দু:খের বিষয় আজ অবদি নেপালে একটি সংবিধান রচনা করতে পারেনি দেশটি রাজনীতিবিদরা। এদিকে কেটে গেছে প্রায় ১০ বছর। এমন অবস্থায় সেখানকার হিন্দু সংগঠনগুলি নেপালকে হিন্দু রাষ্ট্র হিসেবে থাকার আর্জি জানায়। আর এতে সায় দেশটির মুসলিমরাও। মুসলিমদের মতে হিন্দু রাষ্ট্রেই নেপালের মুসলিমরা নিরাপদ থাকবে।  

রাষ্ট্রবাদী মুসলিম মঞ্চ নেপালগঞ্জের নেতা বাবু পাঠানের কথায়, নেপালের মুসলিমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চায় না। তাদের মতে এতে হিন্দু-মুসলিম বিভাজন তৈরি হবে। তাতে মিলেমিশে থাকার ঐক্য নষ্ট হবে। হিন্দু রাষ্ট্রের দাবি করেন আমজাদ আলির মত মুসলমানরা। আমজাদ আলির কথায় ইসলামকে রক্ষা করতে পারে হিন্দু রাষ্ট্র। তাই হিন্দু রাষ্ট্র চেয়েছি। সূত্র. জিনিউজ বাংলা




No comments

Theme images by wingmar. Powered by Blogger.