প্রণব মুখোপাধ্যায় কেন আরএসএস'র অনুষ্ঠানে ?
ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় সবকিছু থেকে অবসর নিয়েও গণমাধ্যমে আলোচনায় এসে গেছেন। একেই বলে হাতি মরলেও লাখ টাকা। শেষ হয়েও হয় না শেষ। প্রণব মুখোপাধ্যায় এমন এক ব্যক্তি যিনি ভারতের রাজনীতিকে দিতে পারেন নতুন মাত্রা। কারণ তার সেই ক্ষমতা আছে। সম্প্রতি তিনি ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংস্থা, সংক্ষেপে যাকে আর.এস.এস. বলা হয় তাদের অনুষ্ঠানে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। আর এতে দেশটির তথাকথিত চ্যাম্পিয়ন সেকুল্যার পার্টি কংগ্রেসের গায়ে ফোস্কা পড়েছে। এতদিন যে সংগঠনের বিরুদ্ধে তারা বিষধগার করেছে সেই সংগঠনের অনুষ্ঠানে যাচ্ছে তাদেরই এক আস্থা ভাজন নেতা। এটা সহজে হজম করতে পারছে না কংগ্রেস।
আসলে কংগ্রেস পার্টি মনে করে সবাই মনমোহন সিংয়ের মতো নেতা। যিনি সোনিয়া গান্ধির কথা মতো নড়া চড়া করেন। কংগ্রেসে যে স্বাধীনচেতা নেতা এখনো বেঁচে আছে সেটা তারা ভুলে বসে আছে। প্রণব মুখোপাধ্যায় কংগ্রেস থেকে মনোনীত প্রেসিডেন্ট হলেও তিনি বেশ কয়েক বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করেছেন। রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নরেন্দ্র মোদীর প্রতিটি কাজ খুব কাছ থেকে দেখেছেন। মোদীর সিদ্ধান্ত নেবার কৌশল তার চিন্তা চেতনা সম্পর্কে তিনি ধারণা পেয়েছেন। যেটা আর কোনো কংগ্রেস নেতার ভাগ্যে হয়নি। মোদীর সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্বপালন করার সময় তার যে সখ্যতা গড়ে উঠেছিল তারই ফলশ্রুতিতে আজ তিনি আরএসএসের অনুষ্ঠানে আমন্ত্রণ গ্রহণ করেছেন। এতদিন কংগ্রেস নেতারা ভারতব্যাপী আরএসএস সম্পর্কে যে প্রোপাগান্ডা ছড়িয়েছিল। তা মিথ্যা প্রমাণ করে দিয়েছেন কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়।
প্রণব মুখোপাধ্যায় রাজনীতি থেকে অবসর নিলেও তার সন্তানরা কংগ্রেস পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় জঙ্গিপুর থেকে নির্বাচিত এমপি। মেয়ে শর্মিষ্ঠা দিল্লি থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচন করে হেরে গেছেন। তবে কংগ্রেসের সঙ্গেই তার রাজনৈতিক গাঁটছড়া। আরেক ছেলে পুরাদস্তুর ব্যবসায়ী। তিনি বাংলাদেশ ভারত বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে চলে ফেরা করেন। বিজেপি আমলে তার ব্যবসায় কোনো ক্ষতি হয়নি। বরং ফুলে ফেপে উঠেছে।
সামনে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সেই রাজ্য নির্বাচনে কি ফল হতে পারে। তা অনেকটা আঁচ করতে পেরেছেন তিনি। রাজ্যে কংগ্রেসের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিজেপির সঙ্গে জোট করতে পারে তার পার্টি। কারণ ইতিমধ্যে সিপিএম তৃণমূলের সঙ্গে জোট করার ঘোষণা দিয়েছে। এসবই হচ্ছে অনুমান। আগামী কয়েকমাসে এটা পরিষ্কার হবে। তারপরও প্রণব মুখোপাধ্যায়ের আরএসএস সংশ্লিষ্ট হওয়াটা অবাক করার মতোই। কারণ একদিন যারা ছিলেন তার কাছে অচ্ছুৎ আজ কি কারণে তারা পবিত্র হয়ে উঠল সেটাই ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে।
No comments