মহাশূন্যে বর্জ্য পরিষ্কার করবে রাশিয়ার লেজার অস্ত্র
বিভিন্ন দেশ মহাকাশে কৃত্রিম উপগ্রহ নিক্ষেপ করায় সেখানে সৃষ্টি হয়েছে বর্জ্য। কৃত্রিম উপগ্রহ ছুড়তে রকেটের সাহায্য নিতে হয়। আর এই রকেটের যন্ত্রাংশ মহাকাশে থেকে যায়। ভবিষ্যতে মহাকাশে নভোযান পাঠালে এসব বর্জ্য বিপদ সৃষ্টি করতে পারে। তাই মহাশূন্য বর্জ্য অপসরণে রাশিয়া একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে।
রাশিয়ার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান রসকসমস একটি লেসার ক্যানন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। সেই লেজার ক্যাননকে ৩ মিটার অপটিক্যাল টেলিস্কোপে পরিবর্তিত করা হবে। এটি মহাশূন্যে নিম্ন কক্ষপথে ভাসমান বস্তুকে টার্গেট করে রশ্মি নিক্ষেপ করবে। এতে ওই বস্তুকণা ধোয়া হয়ে মহাশূন্যে মিশে যাবে। আর এই বস্তুকণাগুলোকে সনাক্ত করবে রাশিয়ার আরেকটি সংস্থা। তার নাম অলটে অপটিক্যাল লেসার সেন্টার।
মহাশূন্যে বর্জ্য অপসারণে রাশিয়ার মত কাজ করে যাচ্ছে ফ্রান্সের এয়ারবাস কোম্পানি। এয়ারবাস কোম্পানি একটি বিশালাকার হারপুন মহাশূন্যে পাঠানো পরিকল্পনা নিয়েছে। এই হারপুনের কাজ হবে বর্জ্য গুলোকে ধরে পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে নিক্ষেপ করা। এতে পৃথিবীর বায়ুমণ্ডলের ঘর্ষণে বর্জ্যসমূহ ধ্বংস হয়ে যাবে। এক দীর্ঘ এই হারপুন ২০২০ সাল নাগাদ তৈরি হয়ে যাবে। সূত্র: মিরর
No comments