Header Ads

Header ADS

নায়ক-নায়িকার মতো নামও পরিবর্তন হয় সিরিয়ালে


একের ভিতর পাঁচ কথাটার অর্থ মনে হয় জি বাংলার সিরিয়াল জামাই রাজাতে দেখলাম। এতদিন দর্শকরা জানতো সিরিয়াল চলার সময় নায়ক নায়িকা বদল হয়ে যায়। তবে এই  সিরিয়াল নির্মাতারা নতুনত্ব আনলেন। নায়ক নায়িকা না বদলে পুরো সিরিয়ালের নামই বদল করে দিলেন।

 জামাই রাজা এক রাতে হয়ে গেল অসাধ্য সাধন। এরপর সিরিয়ালের নির্মাতা জামাই রাজাকে কি বানাবেন তা ভগবান বলতে পরে কিনা সন্দেহ। দর্শককে বলদ বানানো ও প্রতারণা করার কত যে তরিকা তা এসব সিরিয়ালের কলা কুশলীদের আচরণই যথেষ্ট। 

সিরিয়ালের নায়ক ঈশানের মা বাবার দুটো সুন্দর চরিত্র হঠাৎ হারিয়ে গেল। শাশুড়ি বিবির সঙ্গে ঈশানের কাজিয়া হঠাৎ থেমে গেল। সিরিয়াল হয়ে গেল ম্যার ম্যারে। দর্শকরা সিরিয়ালের আকর্ষণ হারিয়ে ফেলল। টিআরপি পড়তে লাগলো। আগামী দিন গুলোতে সিরিয়ালের ভবিষ্যৎ অন্ধকারই মনে হচ্ছে।   

No comments

Theme images by wingmar. Powered by Blogger.