Header Ads

Header ADS

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম হিন্দু



সুমন দত্ত: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তুলসি গার্বাড। মার্কিন কংগ্রেসের তিনি একজন আইন প্রণেতা ও প্রথম হিন্দু ধর্মাবলম্বী যিনি এই সর্বোচ্চ পদের নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। 

তুলসী গার্বাড ভারতীয় কোনো হিন্দু নন। তারা পিতা মাতা যুক্তরাষ্ট্রের বাসিন্দা ও ক্যাথলিক খ্রীস্টান ছিলেন। তারা হরে কৃষ্ণ আন্দোলনে যোগ দিলে তুলসী গার্বাড তাদের সঙ্গে যোগ দেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় হিন্দুদের মধ্যে তুলসী গাবার্ড খুব জনপ্রিয়। 


 এদিকে ভারতীয় বংশদ্ভূত ক্যালেফোনিয়ার সিনেটর কমলা হ্যারিসও ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারেন। 

এ পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির হয়ে ২ জন নারী প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। প্রথমে এলিজাবেথওয়ারেন। এরপর তুলসী গাবার্ড। মোট ১২ অধিক প্রার্থী মনোনয়ন যুদ্ধে অবর্তীন হবেন।

আমেরিকার রাজনৈতিক বিশ্লেষকদের মতে তুলসী গাবার্ডের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ মার্কিন সমাজে তার বড় কোনো সমর্থক নেই। 

আগামী ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে ঠিক হবে ২০২০ সালে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাবে কে? 

তুলসী গাবার্ডের বয়স ৩৭ বছর। নির্বাচিত হলে  তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট।    সূত্র: টাইমস অব ইন্ডিয়া

No comments

Theme images by wingmar. Powered by Blogger.