আসামের অবৈধরা কোথায় যাবে? হাটে হাড়ি ভাঙলেন অমিত শাহ
![]() |
বিজেপি সভাপতি অমিত শাহ |
অবশেষে রাজনৈতিক ও মিডিয়ার চাপে বিজেপি নেতৃত্ব স্বীকার করতে বাধ্য হলো তারা আসামের অবৈধ বসবাসকারীদের বাংলাদেশেই ঠেলে পাঠাবে। কেন পাঠাবে তারও যুক্তি দেখান তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর যাকে দ্বিতীয় শক্তিধর নেতা বলা হয়, সেই অমিত শাহের মুখ দিয়ে বের হয়ে আসলো আসামের অবৈধ বসবাসকারীদের কি করা হবে।
মঙ্গলবার রাজস্থানের জয়পুরে একদিনের সফরে আসেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেন, আসামে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ভারত থেকে বিতাড়িত করা হবে। কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ভারতে থাকতে দেয়া হবে না। মানবাধিকারের দোহাই দিয়ে কাউকে ভোট ব্যাংকের রাজনীতি করতে দেয়া হবে না। যারা ভোট ব্যাংকের রাজনীতি করে তারাই মানবাধিকার লঙ্ঘন নিয়ে বেশি উদ্বিগ্ন থাকে। তারা দেশের জন্য ও গরীব লোকের জন্য উদ্বিগ্ন নয়। সূত্র জিনিউজ
তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভারতীয়দের জন্য খুব একটা চিন্তিত নন।
তিনি আরো বলেন, বিজেপি সরকার ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। যেটা অভিবাসী বান্ধব। তিনি বলেন, বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ যারা আসবে। তারা অবৈধ অনুপ্রবেশকারী নন। তারা শরণার্থী। তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে।
এর আগে জি নিউজ খবরের কিছু অংশ কেটে বাদ দেয়। যেখানে অমিত শাহ বলেন, অবৈধদের বিতাড়িত করা কোনো মানবাধিকার লঙ্ঘন নয়। এটা স্বাভাবিক ব্যাপার। প্রতিবছরই মধ্য প্রাচ্যে থেকে পাকিস্তানী, ভারতীয় ও বাংলাদেশি অবৈধ লোকজন বের করে দেয়া হয়। বাংলাদেশ সরকার নিজেও রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠিয়ে দেয়ার জন্য কূটনৈতিক আলোচনা চালাচ্ছে। তাই আসামের বাংলাদেশিদের যদি সেদেশে ফেরত পাঠানো হয় তাতে বাংলাদেশের কোনো আপত্তি থাকার কথা নয়। জিনিউজের এই কথা গুলো পরে কেটে বাদ দেয়া হয়।
এই প্রসঙ্গে পূর্বের দুটি লেখা ক্লিক করে পড়ে নিন
No comments